header banner

Ankush Hazra : পুজোর আগেই ইডির জেরার মুখে টলিউড অভিনেতা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এখন টলিপাড়ার (Tollywood) অন্যতম মুখ অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। তার অভিনয় দক্ষত অনেককেই মুগ্ধ করে। তেমনই একজন দক্ষ অভিনেতাকে হঠাৎ ইডি (ED) তলব করলো কেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে । চর্চা, অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা, সেই কারণেই তলব করা হয়েছে তাঁকে।

{link}

অঙ্কুশ একা নন, এর আগে বেআইনি বেটিং অ্য়াপ সংক্রান্ত মামলাতে ২৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। সেই তালিকায় নাম রয়েছে দক্ষিণী তারকা রানা দগ্গুবতি, বিজয় দেবেরাকোন্ডা থেকে কপিল শর্মা-সহ একাধিক সমাজমাধ্যম প্রভাবিত ব্যক্তির। সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে আগামী ১৬ই সেপ্টেম্বর হাজিরা দিতে হবে অঙ্কুশকে।

{link}

অর্থাৎ পুজোর আগেই অঙ্কুশকে পড়তে হবে তদন্তকারীদের কড়া প্রশ্নবাণের মুখে। বেটিং অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তারকারা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারী অফিসারদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ। ইডির সমন নিয়ে অঙ্কুশ এখনও কোনও প্রতিক্রিয়া দেননি।

{ads}

 

News Breaking News Tollywood Ankush Hazra সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article