header banner

Tota Roy Chowdhury : বিয়ের ২৫ বছর কাটিয়ে ফেললেন টোটা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অভিনেতা টোটা রায়চৌধুরীর (Tota Roy Chowdhury) যতটা খ্যাতি পাওয়া উচিত ছিল ততটা কিন্তু তিনি পান নি। তার মধ্যে অভিনয় দক্ষতা ছিল প্রচুর। কিন্তু সেই অনুযায়ী খ্যাতি তিনি পান নি। তবে তিনি নিজেকেও ততটা প্রকাশ্যে আনতে চান না। চিরকাল তিনি থেকে গেছেন আড়ালে ৷

{link}

তবে কথায় বলে আগুন কখনও চাপা থাকে না ৷ ফলে টোটার প্রতিভাও ডানা মেলেছে ধীরে ধীরে ৷ তিনি এখন শুধু বাংলা নয়, খ্যাতি পেয়েছেন বলিউডে। করণ জোহরের ছবি রকি ওউর রানি কি প্রেম কাহিনি-র পর থেকে টোটা রায়চৌধুরির জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। সেই টোটা রায়চৌধুরী তার ২৫ তম বিবাহবার্ষিকী কাটালেন পরিবারের সঙ্গে। কাজ ছাড়া খুব বেশি বাইরে থাকেন না টোটা ৷ তিনি বেশ ঘরোয়া ৷

{link}

ইতিমধ্যেই বিয়ের ২৫ বছর কাটিয়ে ফেললেন অভিনেতা ৷ তাঁর স্ত্রী শর্মিলি ৷ সোশ্যাল মিডিয়ায় দু’জন দু’জনকে শুভেচ্ছা জানালেন ৷ আবেগ মাখা পোস্ট করলেন একে অপরকে ৷ খুবই সুখী সংসার টোটার ৷ একমাত্র মেয়েও অনেকটা বড় হয়েছে ৷ কলকাতার একটি নামী গয়নার দোকানের মালিক টোটা ৷ বিশাল ব্যবসা তাঁদের ৷ তাঁর স্ত্রী মূলত সেই ব্যবসা দেখেন ৷ তারা নিজেদের মতো করে সেলিব্রেট করলো তাদের ২৫ তম বিবাহ বার্ষিকী।

{ads}

News Breaking News Tollywood Tota Roy Chowdhury marriage anniversary সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article