শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : উদয়পুর ফাইলস (UDAIPUR FILES) নিয়ে শুরু হয়েছিল নানা বিতর্ক। বার বার তা প্রকাশে বাধা আসছিল। সেন্সর বোর্ডের বাধা থেকে শুরু করে আদালতে মামলা, একাধিক বাধার সম্মুখীন হওয়ার পর অবশেষে শুক্রবার অর্থাৎ ৮ আগস্ট বড় পর্দায় মুক্তি পেল ‘উদয়পুর ফাইলস'। ২০২২ সালে উদয়পুরের দর্জি কানহাইয়া লালের বাস্তব জীবনের ওপর নির্ভর করে তৈরি হওয়া এই ছবিটি দেখে মুগ্ধ মৃত দর্জির পরিবারের সদস্যরা।
{link}
ছবিটি মুক্তির পর প্রয়াত দর্জির দুই ছেলেকে উদয়পুরের সিনেমা হলে সাদরে অভ্যর্থনা জানানো হয়। সিনেমা হলে নিহত দর্জির ছবি মাঝখানে রেখে তার দুই পাশে দুটি আসন সংরক্ষিত করে রাখা হয় দুই ছেলের জন্য। ছবিতে গল্পের ধারা খুবই মসৃনভাবে এগিয়েছে। ছবিতে বাবার মৃত্যুর দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েন দুই ছেলে। ছবিটি দেখার পর ANI - এর সঙ্গে সাক্ষাৎকার দিতে গিয়ে কানহাইয়ার ছেলে যশ বলেন, ‘এই সিনেমাটি দেশের প্রত্যেক জনগণকে দেখার জন্য অনুরোধ করছি।
{link}
২৮ জুন আমার বাবার সঙ্গে ঠিক কী ঘটেছিল, সেটা সকলের দেখা উচিত। দেশে সন্ত্রাসবাদের শিকড় যে কতটা ছড়িয়ে দিয়েছে তা বোঝার জন্য সকলকে এই ছবিটি দেখার জন্য আবেদন জানাচ্ছি।’ যশ আরও বলেন, ‘এই সিনেমাটি কোনও ধর্মের বিরোধিতা করে বানানোর ছবি নয়। সিনেমাটি কোনও সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত করেনি। এই ছবিটিতে শুধু সত্য ঘটনা দেখানো হয়েছে।
{ads}