শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলায় এখন খুবই ধুমধাম করে জগ্ধদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja) সম্পন্ন হয়। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না, বাংলায় এই জগ্ধদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল মাত্র ৩০০ বছর আগে। সে ছিল বাংলার একটা বিশেষ ইতিহাস। আর এই ইতিহাসের সঙ্গে যুক্ত আছেন রাজা কৃষ্ণচন্দ্র ও নবাব আলিবর্দি খাঁ।
{link}
ইতিহাস জানাচ্ছে, একবার রাজা কৃষ্ণচন্দ্র নবাব আলিবর্দিকে খাজনা দিতে অস্বীকার করায় নবাব তাঁকে ঠিক পুজোয় আগে বন্দি করেন। ফলে সেই বছর রাজা কৃষ্ণচন্দ্রের বাড়িতে আর দুর্গাপুজো হয় না। সকলের খুব মন খারাপ। অনেক আইন আদালত করে অবশেষে রাজা কৃষ্ণচন্দ্র জেল থেকে মুক্তি পায় ঠিকই কিন্তু তখন দুর্গাপুজো শেষ। বিষন্ন মনে কৃষ্ণচন্দ্র বসে আছেন।
{link}
কথিত আছে এই সময় দেবি জগ্ধদ্ধাত্রী তাঁকে স্বপ্নে দেখা দিয়ে জগদ্ধাত্রী পুজো করার কথা বলেন। সঙ্গে এটাও বলেন, এই পুজো দুর্গাপুজোর সমান মর্যাদা পাবে। সেই থেকেই শুধুই নবমী তিথিতেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো। আজ সেই একক পুজো ফুল, ফল, পত্রে পল্লবিত হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়েছে।
{ads}