header banner

Balighai : ওড়িশার অভূতপূর্ব সমুদ্র সৈকত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভ্রমণবিলাসী বাঙালি যায় হয় পাহাড় নয় সমুদ্র। আর যারা সমুদ্রে যান,তাদের প্রথম পছন্দ দিঘা বা পুরী। কিন্তু এর বাইরে আছে অপূর্ব এক সমুদ্র সৈকত। ঘুরে আসুন একবার - বার বার যেতে ইচ্ছা করবে। চলুন আপনাদের আরো একটি সুন্দর বিচ এর সন্ধান দিই। এই সৈকতে অবশ্য ভিড় কম, তাই সহজেই নির্জন সমুদ্রের ধারে একান্তে সময় কাটাতে পারেন । আজ আপনাদের এই দুর্দান্ত জায়গাটির সম্পর্কে জানাবো যা এর আগে কোনোদিন হয়তো আপনারা দেখেননি।

{link}

আর সেই জায়গাটাই হল ওড়িশার (Odisha) বালিঘাই সী বীচ। সমুদ্রতটে গিয়ে যদি ঝিনুক খোঁজার ইচ্ছে থাকে, তবে বালিঘাই সাগরতটের চেয়ে ভাল জায়গা খুঁজে পাওয়া মুশকিল। ইতিউতি ছড়িয়ে থাকা অজস্র ঝিনুক কুড়িয়ে সুন্দর সময় কাটবে এখানে। শুধু তাই নয় এই সৈকতের নির্জনতা আপনাকে মুগ্ধ করবে। উড়িষ্যা সরকারের পক্ষ থেকে নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। যাওয়া - পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত বালিঘাই (Balighai)। তাই খুব সহজেই হাওড়া থেকে পুরী স্পেশাল যে কোনো ট্রেনে উঠে নেমে পরুন পুরী স্টেশনে।

{link}

বাঙালির চিরচেনা তীর্থস্থান বা ঘোরার জায়গা যাই বলুন পুরীর মতন ভিড় ও হই-হট্টগোল কিছুই নেই সেখানে। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে চলে যাবেন বালিঘাই। সেখানে গিয়ে দেখতে পাবেন বালির লম্বা এক রাস্তা সেটাই সরাসরি চলে গেছে বিচের দিকে। জনবসতি সেখানে এখনো তেমন ভাবে গড়ে ওঠেনি যার ফলে এখনও কোনো হোটেল ওখানে গড়ে ওঠেনি। তবে ভয় পাওয়া বা চিন্তার কোন কারণ নেই। যেহেতু পুরী থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত এই বিচ তাই আপনারা পুরীর হোটেলে থেকেই খুব সহজে যাতায়াত করতে পারেন। পুরী থেকে সকালে বেরিয়ে সমুদ্র স্নান সেরে রাস্তায় লাঞ্চ সেরে স্বচ্ছন্দে দুপুরের মধ্যে ফিরে আসতে পারেন হোটেলে।

{ads}

News Breaking News Travelling Odisha Sea Beach Balighai সংবাদ

Last Updated :