header banner

গরমে ত্বকের যত্নে ব্যবহার করুন গোলাপজল, মিলবে হাতেনাতে ফল

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেক্স: ত্বকের যত্নে গোলাপ জলের ব্যবহার বহুকালের। সামান্য কিছু প্রসাধনী আছে, যাদের যে কোনও ত্বকে যে কোনও সমস্যায় ব্যবহার করা যায়৷ তাদের মধ্যে গোলাপজল হল অন্যতম৷ গরমকালে ত্বকের জন্য এর থেকে ভাল বন্ধু বিরল৷ গরমে ত্বকের তেলতেলে ভাব দূর করে গোলাপজল৷ তবে কী করে ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে এর সর্বোচ্চ উপকারিতা৷ সেরা ফল পেতে রাতে ঘুমোতে যাওয়ার আগে তুলোর বল গোলাপজলে ভিজিয়ে ভাল করে মুখ মুছে নিন।


বাইরে থেকে ঘরে ফিরে গোলাপজল ব্যবহার করুন টোনার হিসেবে৷ এতে ত্বক টানটান ও পরিষ্কার থাকে৷

{link}
ত্বকের ভিতরে ঢুকে একে শীতল ও পরিষ্কার রাখে গোলাপজল৷ ত্বকে পিএইচ ভারসাম্য বজায় থাকে গোলাপজলের প্রভাবে৷ ফলে ব্রণ, অ্যাকনে ও ত্বক ফুলে ওঠার সমস্যা থেকে রেহাই পাওয়া যায়৷ ত্বকের প্রতি অ্যান্টি পিগমেন্টেশন উপাদান হিসেবে কাজ করে গোলাপজল৷ পিগমেন্টেশন দূর করতে গোলাপজলের সঙ্গে মিশিয়ে নিতে পারে অ্যালোভেরা জেল৷ সানট্যান দূর করতেও গোলাপজল কার্যকরী৷ রাতে ঘুমোতে যাওয়ার আগে ত্বকে গোলাপজলের স্পর্শে আর্দ্রতা বজায় থাকে৷ নিয়মিত গোলাপজল ব্যবহারে ট্যানিং কমে আসে৷ 

{link}
সারা দিন পর কাজ থেকে ফিরে এসে, ভাল করে মুখ ধুয়ে কিছু ক্ষণ পর মুখে ছিটিয়ে নেন গোলাপ জল। ক্লান্তি দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় রাখা, মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনা, ত্বকের পিএইচের ভারসাম্য বজায় রাখার জন্য গোলাপ জল বেশ জনপ্রিয়। অনেকে আবার গেলাপ জল দিয়ে প্যাক গুলে মুখে মাখেন। তবে অনেকেই হয়তো জানেন না ত্বকের যত্নে যে গোলাপ জল ব্যবহার করেন, তা মাখারও নির্দিষ্ট সময় রয়েছে। রূপটানশিল্পীরা বলছেন, ত্বকের যত্নে যে কোনও প্রসাধনী রাতে মাখাই ভাল। গোলাপ জলের ক্ষেত্রেও সেই নিয়ম মেনে চলতে পারলে ভাল। 
{ads}

Skin Care Skin Care Suggestions Rose Water Benefits Lifestyle Skin Care Suggestions ত্বকের যত্ন ত্বকের পরিচর্যা সংবাদ গোলাপজল গোলাপজলের ব্যবহার

Last Updated :