শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : প্রযোজক সংস্থার বক্তব্য যে এটাই পাবলিকের দাবি। আসল কথা হলো 'বহুরূপী' (Bohurupi) এ বছর এমন ব্যবসা দিয়েছে যে পার্ট-২ নিয়ে ভাবতে বাধ্য হয়েছে সকলে। ৫০ দিনের দোরগোড়ায় দাঁড়িয়েও বক্স অফিসে অপ্রতিরোধ্য বহুরূপী। পুজোর সব ছবিকে হেলায় হারিয়ে বক্স অফিসে ১৫ কোটি টাকার গণ্ডি পার করে ফেলেছে নন্দিতা রায় (Nandita Roy) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shiboprosad Mukherjee) এই ছবি।
{link}
শুধু পরিচালক হিসাবে নয়, অভিনেতা শিবপ্রসাদকে নতুন করে দর্শক আবিষ্কার করেছে এই ছবিতে। অসাধারণ তার অভিনয়। কোনো কোনো জায়গায় তিনি আবিরকেও (Abir Chatterjee) ছাড়িয়ে গেছেন। ব্যাংক ডাকাতির প্রেক্ষাপটে সাজানো বহুরূপীতে ‘বড়বাবু’ আবির এবং বিক্রম প্রামাণিক অর্থাৎ শিবপ্রসাদের দ্বৈরত তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শক। বাঙালি সিনেপ্রেমীদের একটাই ডিম্যান্ড, এবার পার্ট টু চাই। অগত্যা এবার সেই ভাবনা নিয়েই এগোচ্ছেন তারা। বুধবার সকালে নিজের ফেসবুকের দেওয়ালে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, দর্শকদের সেই দাবিদাওয়ার স্ক্রিনশট তুলে ধরে ট্যাগ করে আবির চট্টোপাধ্যায়কে।
{link}
লেখেন, ‘বড়বাবু, সবাই কি বলছে দ্যাখেন। পার্ট টু পার্ট টু করছে।’ আবির যে খুব খুশি তা আর বলার অপেক্ষা রাখে না। শিবপ্রসাদ সাংবাদিকদের বলেন, ‘সোশ্যাল মিডিয়া (Social Media ) শুধু নয়, হলেও বহু মানুষ বহুরূপীর পার্ট টু চেয়েছেন। সেটা নিঃসন্দেহে আমাদের কাছে উপরি পাওনা। যে দর্শকদের কাছে এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছে। বড়বাবু ও বিক্রমের লড়াই আরও একবার যদি হয়, সেটায় কে জিতবে সবাই জানতে চাইছে। সেটা তো রয়েইছে, তেমনই রক্তবীজ পার্ট ২-ও প্রচুর মানুষ দেখতে চেয়েছেন। কাজেই দেখবার বিষয়, রক্তবীজ ২ না বহুরূপী ২ কোনটা আগে আসবে, কোন প্রত্যাশাটা আমরা আগে মেটাতে পারব। সময় ঠিক এর উত্তর দিয়ে দেবে।
{ads}