header banner

Darjeeling : ঘুরে আসুন, দার্জিলিংয়ের 'ফজি' গ্রাম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পাহাড় ভালোবাসেন,কিন্তু এই ভিড়ে দার্জিলিং, (Darjeeling) আর জায়গা নেই। অথচ আপনি নির্জনতা পছন্দ করুন। তাই এবার আমাদের ডেস্টিনেশন (destination) হোক দার্জিলিংএর 'ফজি' গ্রাম (Fuzzy village)। রোজকার ব্যস্ত জীবনে কম বেশি সকলেই হাঁপিয়ে উঠেছেন। বেশিরভাগ মানুষই একটু ঠাণ্ডা পরিবেশ, কোলাহল থেকে অনেকটাই দূরে নিরিবিলিতে কোনো একটা জায়াগায় পরিবার হোক বা বন্ধুবান্ধব অথবা প্রিয়জনের সঙ্গে এক কথায় কোয়ালিটি টাইম (Quality time)কাটাতে চাইছেন। আর আপনিও যদি একটু অফবিট জায়গা প্রেমী হন তাহলে সোনায় সোহাগা।

{link}

আপনিও যদি তথাকথিত দার্জিলিং (Darjeeling), সিকিম (Sikkim) না গিয়ে একটু অফবিট জায়গার খোঁজে থেকে থাকেন তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। আপনিও ঘুরে আসতে পারেন দার্জিলিং থেকে খুব কাছের একটা জায়গা ফাজি থেকে। এটি একটি সম্পূর্ন পাহাড়ি গ্রাম। এই ফাজি, দার্জিলিং জেলাতে টুং এর নিচে ও বেল্টার এর কাছে অবস্থিত। এখানে এলে সবুজ পাহাড় তো বটেই এছাড়াও পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা পাহাড়ি নদী দেখে আপনি এর প্রেমে পড়ে যাবেনই। এই পাহাড়ি নদীটিকে আবার ফাজি গ্রামের গ্রামবাসীরা বেল্টার কা খোলা নামেও ডেকে থাকেন।

{link}

এই গ্রামের নিচে রয়েছে ব্রিটিশ আমলের তৈরি ভারতবর্ষের অন্যতম পুরনো ও বৃহৎ পাওয়ার প্লান্ট। যা আকর্ষণের অন্যতম কারণও বটে। এই গ্রামের নির্জনতা আপনাকে আরও থ্রিলিং অনুভূতি দেবে। পাখির ডাক ও নদীর কলকল আওয়াজে আপনি ভেসে যাবেন রীতিমতো। এখানে থাকার বেশ কিছু জায়গাও রয়েছে। ফাজি আসতে হলে আপনাকে প্রথমেই নিউ জলপাইগুড়ি (New Jalpaiguri) অথবা শিলিগুড়ি (Siliguri) আসতে হবে। এরপর সেখান থেকে একটি শেয়ার ক্যাবে বা গাড়ি রিজার্ভ করে ফাজিতে পৌঁছাতে পারবেন। এরপর আপনাকে টুং এ নামতে হবে এবং সেখান থেকে গাড়ি রিজার্ভ করে ফার্ম হাউস (Farm house) পর্যন্ত আসতে হবে ।

{ads}

News Breaking News Entertainment News Darjeeling destination Quality time Sikkim New Jalpaiguri Siliguri Farm house traveling Fuzzy village সংবাদ

Last Updated :