header banner

Termite : দেওয়ালে উই? ঘরোয়া উপায়েই করুন শেষ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হঠাৎ খেয়াল করলেন যে আপনার ঘরের দেওয়ালে বা আলমারির ভিতরে এঁকে-বেঁকে বা লম্বা হয়ে উই বাসা বেঁধেছে। যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে মুহূর্তে তা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দেওয়াল থেকে উইপোকা (Termite) দূর করার সহজ উপায় :

{link}

* দ্রুত লবনজল ঘন ঘন স্প্রে করুন। বার বার স্প্রে করলে অবশ্যই উই দূর হবে 

* একটি স্প্রে বোতলে জল ভরে নিতে হবে। তাতে দুই চামচ নিম তেল যোগ করে ভাল করে মিশিয়ে নিতে হবে। সেই মিশ্রণ দেওয়ালে স্প্রে করতে হবে। এটি বেশ উপকারী। আসলে উইপোকা নিমের গন্ধ সহ্য করতে পারে না, তাই প্রতিদিন এই নিম জল স্প্রে করলে উইপোকা অনেকাংশে দূর হতে পারে।

{link}

* একটি বোতলের মধ্যে অর্ধেক জল ভরে তাতে ২-৩ চামচ ভিনিগার যোগ করতে হবে। ভাল করে মিশিয়ে তা স্প্রে করতে হবে। এতে উইপোকা নিধন হতে পারে। 

 * এছাড়া বাজারে প্রাপ্ত উইপোকা নাশক স্প্রে-ও ব্যবহার করা যেতে পারে।

* নিম পাতা জলে ভালো করে ফুটিয়ে সেই জলের স্প্রে করলেও ভালো কাজ করবে।

{ads}

 

News Breaking News Termite সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article