header banner

Bollywood : বিভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কি বলছেন বলি পাড়ার নায়িকারা?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : দিন যত এগোচ্ছে ততই নায়িকাদের পোশাক কমছে আর বাড়ছে ঘনিষ্ঠ দৃশ্য। এটাই নাকি বক্স অফিসের (box office) বাণিজ্যর একটা বড়ো হাতিয়ার। কিন্তু সেই দৃশ্য অভিনয় করতে মোটেই ভালো লাগে না নায়িকাদের। কি বলছেন তাঁরা? রাধিকা আপ্তে (Radhika Apte) - 
‘পার্চড’ ও ‘দ্য ওয়েডং গেস্ট’ সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করতে দেখা যায় রাধিকা আপ্তেকে। এ ধরনের দৃশ্য ধারণের জন্য নিরাপদ পরিবেশ কতটা জরুরি, সেটা নিয়ে কথা বলেছিলেন অভিনেত্রী।

{link}

রাধিকা বলেন, ‘এ ধরনের দৃশ্য ধারণের জন্য আপনাকে সৎ হতে হবে। পাত্র–পাত্রীদের সঙ্গে কথা বলতে হবে, নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। এ ধরনের দৃশ্যের শুটিংয়ের জন্য ইনটিমেসি কো-অর্ডিনেটর খুবই গুরুত্বপূর্ণ।’ ঐশ্বরিয়া রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) - করণ জোহরের (Karan Johar) ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এ প্রসঙ্গে ফিল্মফেয়ারকে অভিনেত্রী বলেন, ‘দৃশ্যটি দারুণভাবে ধারণ করা হয়। পর্দায় রসায়ন তুলে ধরতে এটা দরকার ছিল। করণ হয়তো আরও বেশি কিছু দেখাতে চেয়েছিল, তবে আমি নিজের সীমার মধ্যেই ছিলাম।’

{link}

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) -  ‘গেহরেইয়া’ সিনেমায় সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে খোলামেলা দৃশ্যে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে, যা চমকে দিয়েছিল তাঁর অনেক পাড় ভক্তকে। ইটাইমসে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘পরিচালক শকুন বাত্রা আমাকে আশ্বস্ত করেছিল দৃশ্যটি শৈল্পিকভাবে ধারণ করা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ; কারণ, আপনাকে এ ধরনের দৃশ্যের শুটিংয়ের আগে নিরাপদবোধ করতে হবে। কারণ, ভারতীয় সিনেমায় এ ধরনের দৃশ্য সেভাবে দেখা যায় না।’

{ads}

News Breaking News Bollywood Radhika Apte Aishwarya Rai Bachchan Deepika Padukone Karan Johar

Last Updated :