header banner

Astrological news : আগামী বছর কবে সূর্যগ্রহণ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : জ্যোতিষ অনুযায়ী গ্রহণের যথেষ্ট প্রভাব রয়েছে। সেই গ্রহণ সম্পর্কে আগাম জেনে রাখা ভালো। পৃথিবীর বার্ষিক গতির কারণে প্রতি বছর ২ বার করে চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ হয়। আগামী বছর কবে সূর্য গ্রহণ? তা কি ভারত থেকে দেখা যাবে? এমন অনেক প্রশ্ন মানুষের মনে। জ্যোতিষ গণনা বলছে, আগামী বছর ২৯ মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটবে।

{link}

চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ ঘটবে। এটি পূর্ণগ্রহণ হবে। এই পূর্ণগ্রহণ শুরু হবে ২ টো ২১ মিনিট থেকে, যা চলবে ৬ টা ১৪ মিনিট পর্যন্ত। এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তবে ইউরোপ আমেরিকার বহু অংশ থেকেই এই গ্রহণ দৃশ্যমান হবে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্র বলছে, বছরের প্রথম সূর্যগ্রহণের বিশেষ প্রভাব পড়বে এই রাশির ব্যক্তিদের ওপর। মীন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এই গ্রহণ হবে। এই সময়ে সূর্য ও রাহু ছাড়াও শুক্র, বুধ ও চন্দ্র মীন রাশিতেই বিরাজ করবে। এই সময়ে শনি দ্বাদশ ঘরে থাকবে। আর বৃহস্পতি বৃষের তৃতীয় ঘরে থাকবে।

{link}

মঙ্গল মিথুনের (GEMINI) চতুর্থ ঘরে, কেতু কন্যা (VIRGO)  রাশির সপ্তম ঘরে থাকবে। পাঁচটি গ্রহের একযোগে প্রভাবের কারণে এই গ্রহণ বারো রাশির ব্যক্তিদের ওপর বিরাট প্রভাব ফেলতে চলেছে। আগামী বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটবে সেপ্টেম্বর মাসের ২১ তারিখ। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার রাত ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে, যা চলবে ২২ তারিখ ৩ টে ২৩ মিনিট পর্যন্ত। এই গ্রহণও কিন্তু পূর্ণগ্রহণ হবে। প্রথম সূর্যগ্রহণের মতো দ্বিতীয় সূর্য গ্রহণও ভারত থেকে দেখা যাবে না। আগামী বছরের দ্বিতীয়গ্রহণ ঘটবে কন্যা রাশিতে ও উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। এই সময়ে সূর্য, চন্দ্র ও বুধ কন্যা রাশিতে বিরাজ করবে। মীন রাশিতে শনিদেবের বিশেষ প্রভাব পড়বে। মঙ্গল তুলা রাশিতে ((LIBRA)  ), রাহু কুম্ভ রাশির  (AQUARIUS)  ষষ্ঠ ঘরে, বৃহস্পতি দশম ঘরে এবং শুক্র ও কেতু দ্বাদশ ঘরে থাকবে। এই সূর্যগ্রহণ কন্যা রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ প্রভাব ফেলবে।

{ads}

News Breaking News Astrological news Solar eclipse সংবাদ

Last Updated :