header banner

Prosenjit-Rituparna : কোথায় গেল সেই আইকনিক জুটি?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলা সিনেমার জগতে উত্তম-সুচিত্রার (Uttam-Suchitra) পরে সবচেয়ে বেশি যে জুটি দর্শকের মন কেড়েছে, নিঃসন্দেহে তা হলো প্রসেনজিৎ-ঋতুপর্ণা (Prosenjit-Rituparna) জুটি। স্বাভাবিক কারণেই তাদের ভক্তদের মধ্যে কৌতূহলের অভাব নেই যে ওদের সম্পর্কের রসায়নটা কেমন! তিন দশক ধরে বাংলার পর্দায় রাজত্ব করে চলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

{link}

একের পর এক ছবি এই জুটি একসঙ্গেই করেছেন। দর্শকদের মনে রাতারাতি জায়গা করেছিলেন তাঁরা। একটা সময় পর পর ছবি কেবল তাঁদের ঝুলিতেই। কথায় বলে উত্তম কুমার ও সুচিত্রা সেনের পর বাংলার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। কোথাও গিয়ে কী এই জুটির সমীকরণই শেষ…! এই নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন ঋতু। তিনি রসিকতা ভালোবাসেন। বেশ রসিকতা করেই বলেছেন কথাগুলো। তবে  তার কথার গভীরে আছে অনেক না জানা উত্তর।

{link}

ঋতু বলেছেন, "লোকে তো তাই মনে করতেন। তবে আমি বলল ২৪ ঘন্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালবাসা, নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক। মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াক যুগ যুগ ধরে।” তাঁদের জুটি সকলের চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছিল। তবে তাঁদের পর আর টলিপাড়ার জুটি সেভাবে কেন তৈরি হচ্ছে না, এই প্রশ্নের উত্তরে তিনি জানতে চেয়েছিলেন, এখন তবে কোথায় থাকছে খামতি? উত্তর দিয়েছিলেন নিজেই। সাফ জানিয়েছিলেন কোথাও গিয়ে যেন আন্তরিকতার অভাব। হৃদয়টা থাকছে না।

{ads}

News Breaking News Tollywood Prosenjit-Rituparna সংবাদ

Last Updated :