header banner

Sayantika Banerjee:টলিপাড়ার বিখ্যাত নায়িকা আজ কোথায়?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সায়ন্তিকা (Sayantika Banerjee) এই মুহূর্তে ছবি থেকে রাজনীতিতে বেশি মন দিয়েছেন। টলি পাড়ায় অনেকেই দিব্যি দু'নৌকোয় পা দিয়ে চলেছেন। সায়ন্তিকা অবশ্য এই মুহূর্তে একটি নৌকো ধরে আছেন - রাজনীতি (Politics)। একের পর এক হিট ছবি একটা সময় যিনি টলিপাড়ার দর্শকের উপহার দিয়েছেন, তিনি আজ কোথায়? মাঝে মধ্যে বিভিন্ন কনসার্টে দেখা যায় তাঁকে, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যান সায়ন্তিকা।

{link}

পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনীতির ময়দানে। ভাল চরিত্র পেলে সায়ন্তিকা আবারও ফিরতে রাজি। সে তো গেলো সায়ন্তিকার বাসনা। এবার একটা অন্য বিষয়ের দিকে নজর দেবো। এই অভিনেত্রীকে নিয়ে এক মজার গল্প রয়েছে সিনেপাড়ায়। যেখানে তাঁকে নিয়ে বেজায় এক রটনা রয়েছে, যে তিনি নাকি যখন তখন পড়ে যান। সত্যি কি তাই, একবার অপুর সংসার-এ এই মর্মে প্রশ্ন করেছিলেন সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায়।

{link}

তিনি সায়ন্তিকাকে প্রশ্ন করেছিলেন– সত্যি কি তিনি পড়ে যান? উত্তরে সায়ন্তিকা বলেছিলেন “যখন-তখন। দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে যাই। শুকনো মাটিতে পড়ে যাই। কখনও বেশি সাবধান হতে গিয়ে পড়ে যাই।”শুনে হেসে ফেলেছিলেন শাশ্বত। বিশ্বাস করতে পারছিলেন না সায়ন্তিকা সত্যি এমন কথা বলছেন। তবে তিনি নিজে মুখেই বলেছিলেন, আমি এটকু ‘ট্যালা’। হাসতে হাসতে শাশ্বত বলেছিলেন, আচ্ছা বুঝলাম, মানে যিনি একটু সহজেই টেলে যেতে পারেন। তাই তো মনে হয় সায়ন্তিকার এই পড়ে যাওয়া কোনো  প্রতীক নয় তো!!

{ads}

News Breaking News Tollywood Sayantika Banerjee Politics সংবাদ

Last Updated :