header banner

Moles : শরীরের কোথায় কোথায় তিল থাকা শুভ?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাস্তুশাস্ত্রের একটি বিশেষ অধ্যায় হলো -'সমুদ্র শাস্ত্র'। এই সমুদ্র শাস্ত্র তিল তত্ত্ব নিয়ে আলোচনা করে। গবেষণায় দেখা গেছে এই তিল তত্ত্ব যথেষ্ট কার্যকরি। বাস্তু শাস্ত্র মতে কারও শরীরে কোথায় তিল আছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। বাস্তু শাস্ত্রের একটা অংশ সমুদ্র শাস্ত্র অনুসারে কোমড়, গলা, গাল, হাত, পা এমনকি গোপনাঙ্গেও তিল (mole) থাকতে পারে।

{link}

সেই সব তিল অর্থ বহন করে। তবে সব তিল যে শুভ এমনটা নয়। জানেন শরীরের কোথায় কোথায় তিল থাকা শুভ? গালে তিল – সমুদ্রবিজ্ঞান অনুসারে, যদি কারওর ডান গালে তিল থাকে তবে তা খুব শুভ বলে মনে করা হয়। এই স্থানে তিল থাকলে তিনি খুব ভাগ্যবান। এখানেই শেষ নয়। এছাড়াও সমুদ্র শাস্ত্র জানাচ্ছে, বাম গালে তিল থাকার অর্থ হল সেই ব্যক্তি খুব শৌখিন ও বিলাসপ্রিয়।

{link}

কপালে তিল – অনেকের কপালে তিল থাকে। সমুদ্রবিজ্ঞান অনুসারে, কপালে তিল থাকার একটি বিশেষ অর্থ রয়েছে। কপালে তিল থাকলে সম্পদ বৃদ্ধি ঘটে। কঠোর পরিশ্রমে সাফল্য পান হাতে-নাতে। তালুতে তিল – খুব কম মানুষের হাতের তালুতে তিল দেখা যায়। কিন্তু যাদের হাতের তালুতে তিল থাকে তারা জীবনে সাফল্য পান দ্রুত। ভাগ্যও সবসময় পক্ষে থাকে।

{ads}

 

News Breaking News mole সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article