header banner

Ecology : বাড়ির কোন দিকে ক্রিসমাস ট্রি রাখবেন?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বড়দিন (Christmas) সমস্ত মানুষের কাছে উৎসবের দিন। আনন্দের দিন। শুধু খ্রিস্টানরা নয় এখন সমস্ত ধর্মের মানুষেরাই খুব আড়ম্বারের সঙ্গে পালন করে বড়দিন। ২৫ ডিসেম্বর বাড়িতে ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, কেক কিনে সকলেই কিন্তু বড় করে সেলিব্রেট করে থাকেন। তবে বাড়ির যেকোনও দিকে কিন্তু ক্রিসমাস ট্রি (Christmas tree) রাখা যায় না।

{link}

এই বিষয়ে ভারতীয় বাস্তু শাস্ত্রের কিছু পরামর্শ আছে। সঠিক দিকে এটি রাখলে আপনার আর্থিক দিকেও লাভ হবে, গ্রহের দোষ থেকেও মুক্তি পাবেন। এবার ২৫ ডিসেম্বর আনা ক্রিসমাস ট্রি আপনি কোথায় রাখবেন। বেশিরভাগ ক্ষেত্রে সকলেই ব্যবসার স্থানে কিংবা অফিসে ক্রিসমাস ট্রি দিয়ে সাজান। হয় বলা হয় ক্রিসমাস ট্রি বাড়িতে রাখলে আপনার সেই গাছে ফুল, আলো দিয়ে সাজাতে হয়। আবার অনেকে চকোলেট, বাচ্চাদের খেলনা দিয়েও সাজানো হয়। আর এটি বাড়িতে থাকা কিন্তু অত্যন্ত শুভ।

{link}

ক্রিসমাস ট্রি যে শুধু সাজানোর জন্য বাড়িতে রাখা হয়, কিংবা বড়দিনের জন্য বাড়িতে রাখা হয়, তা কিন্তু নয়। অনেকে এমনিও কিন্তু ক্রিসমাস ট্রি বাড়িতে রাখেন, এতে বাড়ির পরিবেশ বদলে যেতে থাকে। এতে ঘরে সুখ, শান্তি বজায় থাকবে। সকলের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা বাড়বে, মন শান্ত থাকবে। কাজে মন বাড়বে আপনার। বাস্তুশাস্ত্র বলছে, ক্রিসমাস ট্রি কিন্তু বাড়ির যেকোনও দিকে রাখা যায় না। এটি বাড়ির উত্তর দিকে রাখা শুভ। যদি আপনি উত্তর স্থানে না রাখতে পারেন, তাহলে উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম, দক্ষিণ- পূর্ব দিকে রাখতে পারেন। এটি রাখলে আপনার ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হবে নেতিবাচক শক্তি ।

{ads}

News Breaking News Christmas Christmas tree 25 December Ecology সংবাদ

Last Updated :