header banner

Ecology : দেবদেবীর ছবি যুক্ত ক্যালেন্ডার রাখবেন কোন দিকে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : আমাদের জীবনে কিছু নেতিবাচক শক্তি আবার কিছু ইতিবাচক শক্তি থাকে। আমাদের কাজ হলো নেতি বাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিকে আমন্ত্রণ করা। অনেকেই ঘরে ক্যালেন্ডার ঝোলান। সেই সব ক্যালেন্ডারে থাকে নানা ধরনের দেবদেবীর ছবিও। বাস্তুশাস্ত্র (Ecology) বলছে সেই সব ছবি ভুল দিকে টাঙানো হলেই বড় বিপদ। ক্যালেন্ডার (Calendar) কোন ছবি থাকলে কোন দিকে টাঙানো উচিত? 

{link}

* উদীয়মান সূর্যের ছবি – পূর্ব দিকে রাখা উচিত। পূর্ব দিক জ্ঞান, কর্মক্ষমতা ও স্বাস্থ্য বৃদ্ধির প্রতীক। সূর্যোদয়ের ছবি সেখানে রাখলে নতুন শক্তি ও উৎসাহ পাওয়া যায়।


* জলপ্রপাত বা নদীর ছবি – উত্তর বা উত্তর-পূর্ব দেওয়ালে রাখা যেতে পারে। এটি আর্থিক সমৃদ্ধি, মনের শান্তি ও ইতিবাচক প্রবাহ আনতে সাহায্য করে। তবে জল যেন ঘরের ভিতরের দিকে প্রবাহিত দেখায়, বাইরের দিকে নয়।

{link}

* দেবদেবীর ছবি যুক্ত ক্যালেন্ডার – উত্তর-পূর্ব বা পূর্ব দিকই সেরা। এই দিকগুলি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এখানে রাখলে মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্য বাড়ে।

* পর্বতমালা বা স্থায়ী দৃশ্য – দক্ষিণ-পশ্চিম দেওয়ালে এই ধরনের দৃশ্যবিশিষ্ট ক্যালেন্ডার রাখা শুভ। এটি জীবনে স্থায়িত্ব ও মানসিক দৃঢ়তা আনে।

* ফুল বা প্রকৃতি-ঘন ছবি – পশ্চিম দেওয়ালে এমন ছবি যুক্ত ক্যালেন্ডার রাখা যায়। এটি সৃজনশীলতা ও আনন্দ বাড়ায়।

{ads}

News Breaking News Calendar Ecology সংবাদ

Last Updated :

Related Article

Latest Article