শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : আজ আন্তর্জাতিক নারী দিবস। এই মুহূর্তে বিশ্বের প্রয়োজন নারী শক্তির বিকাশ। তাই আমাদের জানা দরকার কোন রাশির জাতিকারা সহজাতভাবেই সাহসী ও নির্ভিক হন। জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশির জাতক-জাতিকাদের উল্লেখ রয়েছে। তাদের প্রত্যেকটি রাশির ব্যক্তিদেরই নানা রকম আচরণের হয়ে থাকে। তাদের ব্যক্তিত্ব আলাদা ধরনের হয়। কেউ কেউ খুব সাহসী ব্যক্তি হন, আবার কেউ বা খুব নির্লোভ ব্যাক্তি হয়ে থাকেন। আমাদের আজকের অনুসন্ধান নির্ভিক প্রকৃতির মহিলাদের। এই বিষয়ে জ্যোতিষ বলছে -
{link}
* বৃষ রাশি (TAURUS)
বৃষ রাশির নারীরা সহজে কারোর কাছে মাথা নত করেন না। এই রাশির জাতিকারা অত্যন্ত সাহসী প্রকৃতি হয়ে থাকেন। এরা কোনও কাজের ঝুঁকি নিতে কখনোই ভয় পান না। এরা তাদের লক্ষ্য পূরণের জন্য জীবনে কঠোর পরিশ্রম করেন। এরা খুব আত্মমর্যাদাশীল ব্যক্তি হন। এরা সকল কাজ খুব ভেবেচিন্তেই করে থাকেন। এরা জীবনে যা চান তাই করতে পারেন। এরা সব সময়েই অন্যায়ের প্রতিবাদ করেন।
* তুলা রাশি (LIBRA)
তুলা রাশির জাতক-জাতিকারা খুব আত্মবিশ্বাসী হন।। এরা খুব ভালো নেত্রী হয়ে থাকেন। এরা বড় কোনও কাজের ঝুঁকি নিতে কখনোই ভয় পান না। তবে এরা জীবনে কঠিন পরিশ্রম করতে পারেন। এরা খুব তাড়াতাড়ি রেগে যান। আবার এদের ভালোভাবে বোঝালে এরা কিন্তু শান্ত হয়ে যান। এরা কর্মজীবনে খুব সফলতা অর্জন করতে পারেন। যদি এরা ব্যবসা শুরু করেন, তাহলে সেখানে সফলতা অর্জন করতে পারেন এই রাশি নারীরা।
{link}
* বৃশ্চিক রাশি (SCORPIO)
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা খুব সাহসী ব্যক্তি হয়ে থাকেন। তবে এরা যখন রেগে যান, এদের হিতাহিত জ্ঞান থাকে না। তবে এরা নিজেরা স্বাধীনভাবে বাঁচতে খুব পছন্দ করেন। এরা কারোর কথা তেমন শোনেন না, নিজেরা যেটা ভালো মনে করেন, সেটা করে থাকেন। বড়দের যথেষ্ট সম্মান করেন, এই ব্যক্তিরা খুব ভালো মনের মানুষ। এরা জীবনে খুব সুখী নারী হয়ে থাকেন।
* মীন রাশি (PISCES)
মীন রাশির নারীরা অত্যন্ত সাহসী নারী হয়ে থাকেন। এরা কোনও কাজেই কখনও পিছিয়ে যান না। এরা বিবাহিত জীবনেও খুব সুখী হন। এরা কোনও কাজেই কখনও পিছিয়ে যান না। এরা বিবাহিত জীবনে সর্বদাই সুখে থাকেন। এই রাশির নারীরা খুব স্বাধীনভাবে জীবনযাপন করতে পছন্দ করেন।
{ads}