header banner

Shiv Mandir : দক্ষিণেশ্বরে কেন আছে ১২টি শিব মন্দির?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাঙালির অন্যতম ধৰ্মীয় উৎসব কালীপুজো (Kali Puja)। আর কয়েকদিন পরেই ৩১ অক্টোবর কালীপুজো। মহা ধুমধামের সঙ্গে পালিত হবে এই উৎসব। বাংলার অন্যতম কালী মন্দির (Kali Mandir) হলো দক্ষিণেশ্বরের কালী মন্দির (Dakshineswar Kali Temple)। পরম পুরুষ রামকৃষ্ণের স্মৃতি ধন্য এই মন্দির। গঙ্গার পারে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর এই মন্দিরের মাহাত্ম্য অসীম।

{link}

রোজ লাখ লাখ ভক্ত সমাগম হয় মন্দিরে। দক্ষিণ দিকে মুখ করে বিরাজমান মা ভবতারিণী। দক্ষিণেশ্বর মন্দিরের তাৎপর্য, গুরুত্ব অনেক। ভক্তকূলে এই মন্দিরকে নিয়ে নানা বিশ্বাস রয়েছে। মা ভবতারিণীর মন্দির ছাড়াও দক্ষিণেশ্বরে রয়েছে ১২টি শিব মন্দির (Shiva Temple)। একদিকে ৬টি, আর অন্য দিকে ৬টি শিবলিঙ্গ রয়েছে। এই ১২টি শিব মন্দিরেরও বিশেষ তাৎপর্য রয়েছে।

{link}

হিন্দু শাস্ত্র মতে এই মুহূর্তে দেশে রয়েছে মোট ১২টি জ্যোতির্লিঙ্গ। সেই ১২টি জ্যোতির্লিঙ্গর স্মরণেই দক্ষিণেশ্বরে আছে ১২টি শিব মন্দির। দক্ষিণেশ্বরে উত্তরদিকে যে ৬টি শিব মন্দির রয়েছে, সেগুলি হল যোগেশ্বর, রত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাগেশ্বর এবং নির্ঝরেশ্বর। আর দক্ষিণ দিকে যে ৬টি শিবলিঙ্গ রয়েছে, সেগুলি হল যজ্ঞেশ্বর, জলেশ্বর, জগদীশ্বর, নাদেশ্বর, নন্দীশ্বর, নরেশ্বর। এছাড়াও দক্ষিণেশ্বরে রয়েছে রাধাগোবিন্দের মন্দির। কালীপুজোয় দক্ষিণেশ্বরে বিশেষ আরাধনা করা হয়। কালীপুজোর দিন বহু ভক্ত সমাগম হয় এই তীর্থস্থানে। কালীপুজোর রাতে কয়েক হাজার ভক্ত সারা রাত দক্ষিণেশ্বরে বসে পুজো দেখবেন, ভোগ নেবেন।

{ads}

News Breaking News Kali Puja Kali Mandir Festival Dakshineswar Kali Temple Shiva Temple সংবাদ

Last Updated :