header banner

Bollywood: কেন শর্মিলা রাজেশের সাথে কাজ করা বন্ধ করে দিলেন ?

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   ভারতীয় হিন্দি সিনেমার জগতে '৭০ ও '৮০ দশককে বলা হয় 'গোল্ডেন যুগ'। সেই গোল্ডেন যুগের অন্যতম জুটি ছিল রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুর। ১৯৬৯ সালে শুরু! ‘আরাধনা’ ছবিতে রাজেশ-শর্মিলার কেমিস্ট্রি আসমুদ্র হিমাচলে জাদু করেছিল। এরপর একে একে একের পর এক ব্লাকবাস্টার ছবি। কখনও 'আরাধনা', কখনও 'অমর প্রেম', কখনও বা 'ত্যাগ', 'সফর'...সত্তর থেকে আশির দশকে বড় পর্দা কাঁপিয়েছে শর্মিলা ঠাকুর- রাজেশ খান্না জুটি।

{link}

কিন্তু হঠাৎ একদিন  শর্মিলা রাজেশের সঙ্গে কাজ করা বন্ধ করে দিলেন। অনেকের প্রশ্ন ছিল যে কেন শর্মিলা আর রাজেশের সঙ্গে কাজ করতে চাইতেন না?রাকেশ খান্নার মৃত্যুর পরেই সেই বিষয় নিয়ে মুখ খুলে ছিলেন শর্মিলা ঠাকুর। শর্মিলা জানিয়েছিলেন, তাঁদের জুটি সুপারহিট ছিল, তবু একসময়ে তিনি রাজেশের সঙ্গে কাজ করা বন্ধ করে দেন। এর নেপথ্যে প্রধান কারণ ছিল, রাজেশের দেরী করে শুটিংয়ে আসার স্বভাব। শর্মিলা সকাল আটটায় স্টুডিও আসতেন, চাইতেন রাত ৮টার মধ্যে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে। কিন্তু রাজেশ খান্নার সঙ্গে কাজ করলে এ ছিল অসম্ভব। শর্মিলার কথায়, '' সকাল ৯টায় শিফট থাকলে উনি ১২টার আগে আসতেনই না। আমরা সময়ে কাজ শেষ করতে পারতাম না।

{link}

কাজেই ইউনিট আমায় চাপ দিত বাড়তি সময় কাজ করতে। এটা যেন একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছিল।'' সেটাই ছিল রাজেশ-শর্মিলার জুটি ভাঙার প্রধান কারণ। শর্মিলা আরও বলেন, "একসময় রাজেশ খান্নাও একই নায়িকার সঙ্গে পরের পর ছবি করতে চাইতেন না।'' মাত্র ৬৯ বছর বয়সে সেই কিংবদন্তি অভিনেতার প্রয়াণ ঘটে।

{ads}

news breaking news bollywood cinema blockbluster superhit movies সংবাদ

Last Updated :