header banner

Bollywood: আর কি কোনওদিনই ছবি করবেন না রেখা?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গত ১০ বছর ধরে রেখা (Rekha) সিনেমা জগতে নেই। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন তার ভক্তরা। ২০১৪ সালের পর আর পর্দায় ফেরেননি অভিনেত্রী রেখা। কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি যিনি উপহার দিয়েছেন, হঠাৎ করে বলিউড থেকে কীভাবে বিমুখ হলেন তিনি? তবে কি ছবির প্রস্তাব গেল না তাঁর দরজায়, নাকি তিনি নিজেকে পরিকল্পিতভাবে সরিয়ে রেখেছেন সিনেমা জগত থেকে? আর কি কোনওদিনই ছবি করবেন না তিনি?

{link}

নায়িকা নিজেই এর উত্তর দিলেন। তিনি বেশ রহস্য জমা রেখেই জানিয়ে দেন যে,তিনি ছবি করবেন না এমন কোন সিদ্ধান্ত নেন নি। ছবিতে কাজ তিনি করতেই পারেন, কিছু শর্ত আছে। প্রয়োজন সঠিক চরিত্র। ছবির প্রস্তাব পাচ্ছেন না এমন নয়, তবে কোনটা তিনি করবেন, আর কোনটা করবেন না, এই সিদ্ধান্ত একমাত্র তিনিই নেবেন। মনের মতো সেই স্ক্রিপ্ট আজও তাঁর হাতে পৌঁছায়নি। রেখার কথায় তিনি আজও অপেক্ষায় রয়েছেন। তাঁর মতো কোনও চরিত্র যদি সৃষ্টি হয়, তবে সে চরিত্র তাঁকে ঠিক খুঁজে বার করবে বলেই বিশ্বাস অভিনেত্রীর।

{link}

ফলে রেখার ভক্তদের মন খারাপের কোনও কারণ নেই। যে কোনও মাধ্যমেই তিনি ফিরতে রাজি আছেন বলে সাফ জানিয়ে দেন। কাজ তিনি করতে চান, কাজ তিনি ভালবাসেন। সমস্যা একটাই মনের মতো চরিত্র না হলে এখন আর ছবি করতে চান না অভিনেত্রী। আমাদের এখন অপেক্ষা করতে হবে যে কবে তিনি পছন্দ মতো স্ক্রিপ্ট পাবেন।

{ads}

News Breaking News Bollywood Rekha সংবাদ

Last Updated :