header banner

Purulia : প্রকৃতির কোলে সময় কাটাতে আসতে পারেন বামনি ফলস

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : শীতে বাঙালির একটা অন্যতম বেড়ানোর জায়গা পুরুলিয়া (Purulia) জেলা। পুরুলিয়া স্টেশন সংলগ্ন কোনো হোটেলে ৩/৪ দিন থেকে পুরুলিয়াকে দেখে নিতে অনেকেই চান। আবার পুরুলিয়ার অন্যতম পাহাড় 'অযোধ্যা পাহাড়' (Ajodhya Hills) অনেককেই ডাকে। তারা  অযোধ্যা পাহাড়ের উপরে কোনো হোটেলে থেকে গাড়ি ভাড়া করে ২ দিনে পুরো পাহাড় দেখে নেন। এই পর্যন্ত অনেকেই করেন। কিন্তু যাঁরা শুধু উচ্ছ্বসিত ঝর্নার পাশে শাল,পিয়াল,শিরীষ,মহুয়া বনের নৈঃশব্দের মধ্যে কয়েকটা দিন কাটাতে চান তাঁদের জন্য নতুন ট্যুরিস্ট স্পট অযোধ্যা পাহাড়ের 'বামনি ফলস' (Bamni Falls)।

{link}

আপনাদের ভ্রমণের সেই পরিকল্পনা পুরুলিয়ায় যদি থাকে তাহলে আপনাদের গন্তব্য হতে পারে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত 'বামনিফলস'। পুরুলিয়া আসলে অবশ্যই দেখতে ভুলবেন না এই জায়গাটি। অযোধ্যা সুন্দরীর অন্যতম আকর্ষণ এই বামনি ফলস। যার রূপে মোহিত হয়ে যাবেন আপনিও। অযোধ্যার পাদদেশে বামনি ফলসের পাশে কয়েকটি হোটেল হয়েছে। সারাদিন ঘর থেকে সেই ঝর্নার শব্দে আপনি মোহিত হবেন। এর পাশেই একদম ঝর্না থেকে ঢিল ছোঁড়া দূরত্বে  রয়েছে বেশ কয়েকটি হোটেল। আপনি চাইলেই সেখানে স্টে করতে পারেন কিছুদিন। ঘোরাঘুরি করলেই তো হয়না খাওয়া-দাওয়া টাও তো চাই। খাওয়া-দাওয়ার বন্দোবস্তও রয়েছে বামনি ফলসের আশেপাশে। ফলে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে আপনি আসতেই পারেন এই বামনি ফলসে।

{link}

তাই অযোধ্যা পাহাড় হোক কিন্তু বামনি ফলসের পাশে পাহাড়ের পাদদেশে কয়েকটা দিন কাটিয়ে যান। দিঘা,পুরী তো অনেক হলো। তাই বাঙালির এখন অন্যতম ভ্রমণ স্থান বামনি ফলস। স্নিগ্ধ অযোধ্যা পাহাড়ের মনোরম দৃশ্য উপভোগ করতে রাজ্য সহ ভিন রাজ্য থেকে ছুটে আসছেন পর্যটকেরা। পর্যটকদের এই আনাগোনা লেগেই আছে। তবে মে মাস থেকে জুলাই পর্যন্ত থাকে প্রবল গরম। সেই সময়টা এড়িয়ে যাওয়াই ভালো। থাকা - ওখানে আছে অজস্র হোটেল ও লজ।যেমন মানভূম লজ(9734776894), শ্রী দুর্গা লজ(9933907348),আরণ্যক লজ(9932725555)।তাহলে এবার শীতে আপনার গন্তব্য হোক বামনিফলস।

{ads}

News Breaking News Purulia Ajodhya Hills Bamni Falls সংবাদ

Last Updated :