শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আবার দুঃখের ছায়া বলিউডে। বিদায় নিলেন আরও এক জনপ্রিয় শিল্পী। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, প্রয়াত হয়েছেন জারিন খান। ৮১ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ১৯৭০ পর্যন্ত অভিনয় এবং মডেলিং করেছেন তিনি। ‘এক ফুল দো মালি’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয় জগত ছাড়াও লেখিকা হিসাবেও জনপ্রিয়তা কুড়িয়েছেন এই ভারতীয় নারী। জারিন বইও লিখেছেন।
{link}
প্রসঙ্গত, প্রেম করেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে এক সময় আচমকাই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নেন জারিন খান। তাঁর এই আচমকা বিদায় নেওয়ার বিষয়টিই অবাক করে সিনেমাপ্রেমীদের।জুলাই মাসেই ৮১ তম জন্মদিন পালন করেছেন তিনি। লিখেছিলেন, ‘ইউনিভার্স যেন তোমায় সবসময় রক্ষা করে। বছরটা খুব ভাল কাটুক তোমার।’ কিন্তু সে সব আর হল কই। তাঁর কয়েক মাস পড়েই বিদায় নিলেন তিনি। রকুলপ্রীত সিং, জ্যাকি ভাগনানি সহ বলিউডের বহু বিশিষ্ট তারকা জারিন খানকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন। তিনি অভিনেত্রী সুজান খান এবং অভিনেতা জায়েদ খানের মা ছিলেন। ছিলেন অভিনেতা হৃতিক রোশনের প্রাক্তন শাশুড়ি।
{ads}