header banner

সিনেমাজগৎ ফিরছে আবার সিনেমাহলে……

প্রায় আট মাস পর  খুলে গেল রাজ্যবাসীর বিনোদনের অন্যতম জায়গা সিনেমা হল এবং মাল্টিপ্লেক্স গুলি।লকাডাউন পর্ব অতিক্রম করে রাজ্য সরকারের অনুমতিতে এবং কেন্দ্রীয় সরকারের আনলক ৫ এর নির্দেশ অনুসারে দুর্গা পুজোর আগেই খুলে দেওয়া হল রাজ্যের প্রেক্ষাগৃহগুলি।

দুর্গা পুজোর আগেই মুক্তি পেতে চলেছে ডজন খানেক বাংলা ছবি।তবে এই করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখেই বেশকিছু সুরক্ষাবিধি নির্ধারণ করেছে প্রেক্ষাগৃহ গুলি, রাজ্যসরকারের নির্দেশ অনুযায়ী।প্রতিটি শোয়ের আগে হলগুলি সম্পূর্ণ রূপে জীবাণুমুক্ত করা হবে, প্রেক্ষাগৃহে প্রবেশের আগে দর্শকদের থার্মাল গানের সাহায্যে স্ক্রিনিং করা হবে এবং সিনেমা হলে প্রবেশ করতে হলে মাস্ক ব্যাবহার আবশ্যিক।স্বাস্থ্যবিধি মেনে হলের মাত্র ৫০% দর্শক আসনই বুক করা যাবে। সিনেমার টিকিট বুকিং এর ক্ষেত্রে টিকিট কাউন্টার খোলা থাকলেও অনলাইন টিকিট বুকিং এর ওপরই জোর দেওয়া হচ্ছে।

এই বিষয়ে কিছু সিনেমা হল মালিক অবশ্য তেমন আশার আলো দেখছেন না। তাদের ধারণা কোভিড পরিস্থিতিতে বদ্ধ স্থান এড়িয়ে চলার একটা প্রবণতা তৈরি হয়েছে মানুষের মধ্যে, তাদের মধ্যে একটা ভয় ও কাজ করবে আর তাই হয়ত সিনেমাহলের ৫০% আসন ভরাতেও বেশ সময় লাগবে।

সতর্কতা এবং সুরক্ষবিধি কে মান্যতা দিয়ে, করোনা কে দূরে ঠেলে সিনেমাপ্রেমী কত মানুষ প্রেক্ষাগূহমুখী হন তা দেখার অপেক্ষায় আমরা সবাই।

cinemahall-covid19-pandamic-westbengal-india-lockdown-unlock5

Last Updated :