header banner

ভালোবাসার থেকে বড়ো কোন মন্ত্র হয়না

article banner

ভালোবাসা ও মাতৃস্নেহের বন্ধন যে কতোটা দৃঢ় হয় তার প্রতিনিয়ত তার হাজারো উদাহরনের সম্মুখীন হয়ে থাকে পৃথিবীর প্রতিটা মানুষ। একজন মা পৃথিবীর সমস্ত বিপদ থেকে দু-হাত দিয়ে আগলে রাখেন তার সন্তানকে। যে বাঁধনের সামনে হার মানতে পারে পৃথিবীর যে কোন ঝড়। কিন্তু এই বন্ধন কি শুধুই মানুষের মধ্যেই বর্তমান? না তা নয়। পৃথিবীর সমস্ত প্রানীদের মধ্যেই তা বর্তমান। সেইরকমই এক মুহূর্তের ছবি ধরা দিল ক্যামেরায়। ঘটনাটি অনেকটা এইরকম- 


জলে চান করতে নেমেছে একদল হাতি। তারই মধ্যে দিব্যি জলের মধ্যে মনের আনন্দে চান করছে একটি ছোট্ট হাতি। জলে ভালোই স্রোত রয়েছে, এহেন মুহূর্তে হঠাৎই জলের টানে ভেসে যেতে শুরু করে সেই ছোট্ট হস্তিসাবক। জলের টানে সে কিছুতেই ধরে রাখতে পারছেনা নিজের শরীরকে। দৃশ্য দেখেই ছুটে আসে তার মা। আপ্রান চেষ্টা করতে থাকে নিজের সন্তানকে বাঁচানোর। জলের তোড়ের বিপরীতে দাঁড়িয়ে শুঁড় দিয়ে আগলে রাখেন নিজের শিশুকে। কিন্তু জলের সাথে লড়াইয়ে তিনিও পেরে উঠছিলেন না। এহেন মুহূর্তেই তাকে সাহায্য করতে দল থেকে ছুটে আসে আরো একটি হাতি। তাদের দুজনের চেষ্টাতেই জল থেকে সাফল্যমন্ডিত ভাবে তুলে আনা হয় হাতিটিকে। ভালোবাসার থেকে বৃহৎ যে আর কোন ধর্ম হয়না তা এই হাতিগুলি আরও একবার প্রমান করে দিল। 

{ads}
 

elephant animals wild life forest wild animals human interest stories West Bengal India

Last Updated :