নিজস্ব সংবাদ্দাতাঃ একসময় তাঁর আগমনে কার্যত উৎসব হত সেই বাড়িতে। তাঁর গানেই মুখরিত হয়ে উঠত শিলিগুড়ির কোর্ট মোড় এলাকার একটি বাড়ি। কিন্তু সেই বাড়িতেই এখন শোকের ছায়া, কারন যে মানুষটিকে একসময় নিজ পরিবারের অংশ বলতে গর্ব করতেন সকলেই, সেই গতকাল ছেড়ে গেছেন পৃথিবী। মানুষটি আর কেউ নন, তিনি ভারতবর্ষের সঙ্গীতজগতের অন্যতম পরিচিত মুখ বাপি লাহিড়ী। তাঁর প্রয়ানে এখন কার্যত শোকের আবহ দেশজুড়ে। যে আবহ ছড়িয়ে পড়ে মন খারাপের ঢেউ এনেছে তাঁর শিলিগুড়ির মাসির বাড়িতেও।
{link}
বাপি লাহিড়ীর অন্যতম প্রিয় স্থানগুলির মধ্যে একটি ছিল পাহাড়ের কোলে এই মাসির বাড়ি। একেবারে ছোট বয়স দিয়েই মাসির বাড়িতে যাওয়া আসা ছিল তার। যখন তার বয়স মাত্র দু'বছর ছিল তখন থেকেই শিলিগুড়ির কোর্ট মোড় এলাকায় মাসির বাড়িতে ছিল তার আনাগোনা। সমগ্র বাড়ি জুড়েই রয়েছে বাপি লাহিড়ীর নানান স্মৃতি। তিনি এলেই বাড়িতে বসত গান বাজনার আসর। বুধবার সকালবেলা তার মৃত্যুর খবর পেতে না পেতেই সকলে ভেঙে পড়েন কান্নায়। পরিবারের সদস্যরা কিছুতেই মেনে নিতে পারেন না খবরটি। পরিবার সূত্রে খবর, মাসতুতো দাদা ভবতোষ চৌধুরী ও বাপি লাহিড়ী ওই বাড়িতে একসঙ্গে বেড়ে উঠেছেন। পরবর্তিকালে ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কলকাতা থেকে মুম্বাইয়ে পাড়ি দেন বাপি লাহিড়ী। যতই ঐশ্বর্য লাভ করুন কিন্তু বছরে অন্তত চার থেকে পাঁচবার তিনি নিয়মমতো মাসির বাড়ি যেতেন। মাসির বাড়ি হল তাঁর এক স্বস্তির জায়গা।
{link}
শেষ বারের জন্য পাহাড়ে মাসির বাড়িতে স্বনামধন্য এই সঙ্গীত শিল্পীর পা পড়েছিল ২০১৭ সালে। শুধু তাই নয় ২০১৬ সাল নাগাদ তাঁর শেষ লাইভ শো পারফরম্যান্স করতে শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চেই উঠেছিলেন তিনি। দর্শকদের মাতিয়ে দিয়েছিলেন একের পর এক হিট গান গেয়ে। দুঃখের বিষয় তার অন্যতম প্রিয় এই বাড়িতে আর তাকে কেন্দ্র করে শুরু হবে না কোন উৎসবের, আর এই বাড়িতে ঘুরতে আসবেন না তিনি। তবে রয়ে যাবে তার ফেলে যাওয়া সেই সমস্ত স্মৃতি, যা কার্যত বুকে করে আগলে রাখবেন তার মাসির বাড়ির পরিজনেরা।
{ads}