header banner

নিজের রামরাজাতলার বাড়িতে আর ফিরে আসবেন না পল্লবী...

article banner

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ রবিবার সকালে কলকাতার গড়ফায় এক আবাসনের ঘর থেকে উদ্ধার হয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে'র ঝুলন্ত দেহ। ‘মন মানে না’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন পল্লবী। 'আমি সিরাজের বেগম' এ নায়িকার ভূমিকায় অভিনয় করেও বিপুল প্রশংসিত হন তিনি। এছাড়াও ’কুঞ্জছায়া’ নামে একটি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি।

{link}
হাওড়ার রামরাজাতলার বাসিন্দা ছিলেন পল্লবী। থাকতেন গড়ফার ফ্ল্যাটে। হাওড়ার বাড়িতেও তার মৃত্যুর খবর পৌঁছানোর পর শোকের আবহ বাড়ি জুড়ে। পল্লবীর আত্মীয় পৌলমি দে জনান, সকালেই খবর পেয়েছি। তারপর আমার কিছু জানা নেই। মন মানে না সিরিয়ালে অভিনয় করত। ওখানেই থাকতো। শেষ ১ মাস আগে ওর সঙ্গে কথা হয়েছিল। হঠাৎ এহেন আকস্মিক খবরের সত্যতা মেনে নিতে পারছেন না কেউই… 
{ads}

news Entertainment Pallabi Dey TV Serial Actress Howrah Ramrajatala West Bengal Tollygunj India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article