নিজস্ব সংবাদদাতাঃ বাংলার মেয়ে পিয়ালীর দুঃসাহসিক পর্বতরোহনের কাহিনী এখন সবচেয়ে চর্চিত বিষয়। এভারেস্ট তো চড়েছেন অনেকেই। কিন্তু পিয়ালির ন্যায় অতিরিক্ত অক্সিজেন ছাড়া এভারেস্ট অভিযান বাংলার বুকে মাইলস্টোন। দুরন্ত সাহস ও হার না মানা মনোভাবের হাত ধরেই এই অসম্ভবকে সম্ভব করেছিল বঙ্গকন্যা। তার এই অদম্য লড়াইয়ের গল্প নিয়েই এবার তৈরি হতে চলেছে তথ্যচিত্র। পিয়ালির এভারেস্ট অভিযানের এই তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে ‘ডাকছে’।
{link}
তথ্যচিত্রের নামকরণ এর সার্থকতা সম্বন্ধে পিয়ালী জানিয়েছে ছোটবেলা থেকেই প্রকৃতি তাকে ডাকত। ছোট থেকে পর্বত আরোহণের নেশায় বুঁদ ছিল পিয়ালী। নিয়মিত প্র্যাকটিস করা ছিল তার নেশা। ২০০৬ সালে টিউশনের টাকা বাঁচিয়ে নেপালে পাড়ি দেয় পিয়ালী। সেখানে গিয়ে গাইডের কাজ করতে শুরু করে সে, এছাড়াও নেপালে পাড়ি দেওয়ার পিছনে তার আরেকটি উদ্দেশ্য ছিল কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা। এরপর সিংগলীলা অরণ্যে পিয়ালী নিজের অভিজ্ঞতা সঞ্চয় করবার জন্য যাত্রা করেছিল। প্রচন্ড ঠান্ডার মধ্যে তার হাল বেহাল হয়ে গিয়েছিল, তার বাড়ির লোক দীর্ঘদিন তাঁর খোঁজ না পাওয়ায় থানায় ডায়েরি করে। এরপর বাধ্য হয়ে তাকে বাড়ি চলে যেতে হয়। কিন্তু পর্বতেরহনের আশা তার একেবারে কমেনি, অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে নিজের স্বপ্ন সার্থক করেছে। অতিরিক্ত অক্সিজেন ছাড়াই পর্বতের শিখরে পৌঁছেছে পিয়ালি। বাংলার বুকে পিয়ালী নামটি একটী মাইলস্টোন। কারন বিশ্বের বুকে বাঙালিদের আবারও গর্বের আসনে উন্নীত করেছেন তিনি। তার এই তথ্যচিত্র দেখার জন্য যে এখন থেকেই মানুষ মুখিয়ে বসে রয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।