header banner

ইসলাম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহন করলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক আলি আকবর

article banner

জীবনে অন্যতম বড়ো সিদ্ধান্ত নিলেন বিখ্যাত মালায়ালাম সিনেমা পরিচালক। ইসলাম ধর্ম ছাড়লেন জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক আলি আকবর। তাঁর পাশাপাশি একইসাথে তার স্ত্রীও গ্রহণ করবেন হিন্দু ধর্ম। সংবাদ মাধ্যমকে নিজেই একথা জানিয়েছেন আলি আকবর। এর পিছনে প্রধান কারন হল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ সংক্ষেপে সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করেছেন এক দল মানুষ। তার প্রতিবাদেই সস্ত্রীক ইসলাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আলি আকবর।

{link}
কয়েকদিন পূর্বেই বায়ুসেনার এক ভয়াবহ কপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় সিডিএস বিপিন রাওয়াতের। যে ঘটনার সংবাদে ভেঙে পড়ে সমস্ত দেশের মানুষজন। তার পরেই সোশ্যাল মিডিয়ায় দুঃখ প্রকাশ করেন সাধারন মানুষের পাশাপাশি একাধিক তারকা ব্যাক্তিত্বও। তাদের মতোই একজন ছিলেন আলি আকবর। অভিযোগ, তাঁর পোস্টে প্রচুর মানুষ স্মাইলি দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এতেই ক্ষুব্ধ হন জাতীয় পুরস্কার জয়ী চলচ্চিত্র পরিচালক। ক্ষোভ উগরে তিনি জানান, যাঁরা এই ধরনের সংবেদনশীল বিষয়ে মজা পান, তাঁরা দেশদ্রোহী। তিনি বলেন, জন্ম থেকে আমি যে পরিচয় পেয়েছিলাম, আমি তা ত্যাগ করছি। এখন থেকে আমি আর মুসলিম নই। আমি প্রথমে একজন ভারতীয়। যারা ভারতের ক্ষতিতে মজা পায়, তাদের জন্য এটা আমার উত্তর। তিনি বলেন, পাক মদতপুষ্ট এবং কাশ্মীরি জঙ্গিদের কঠোর হাতে দমন করেছেন বিপিন রাওয়াত। তাই তাঁর মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করে একদল মানুষ। যারা একটি ধর্মাবলম্বী। এই কাজ দেশবিরোধী। এর পরেই সংবাদ মাধ্যমকে আলি আকবর জানান, তিনি ও তাঁর স্ত্রী হিন্দুত্বের দীক্ষা নেবেন। অর্থাৎ একথা স্পষ্ট যে দেশের একটি অংশের মানুষের এহেন আচরনে মনক্ষুন্ন ও ক্রুদ্ধ হয়েছেন তিনি। সেই কারনেই নিয়েছেন এই সিদ্ধান্ত। আলি আকবরের দুই মেয়ে। তবে মেয়েদের ধর্ম পরিবর্তনের জন্য কোনও চাপ দেবেন না। নিজেদের ইচ্ছে মতো ধর্ম বেছে নেবেন তাঁরা বলে জানিয়েছেন তিনি।

{ads}

news Islam Islamic Hindu Hinduism Ali Akbar Movies entertainment Indian Movies Bollywood বিনোদন সংবাদ

Last Updated :