header banner

'যারা জাতীয়তাবাদী, আমি তাদের হয়ে প্রচার করব'- মথুরায় ইঙ্গিতপূর্ন মন্তব্য কঙ্গনার

article banner

কয়েকদিন পূর্বে দেশ ২০১৪ সালে স্বাধীন হয়েছিল বলে মন্তব্য করেছিলেন তিনি। তার মতে ১৯৪৭-এ দেশ স্বাধীন হয়নি, স্বাধীন হয়েছে দেশে মোদী সকরকার ক্ষমতায় আসার পর। সেই নিত্য নামের সাথে বিতর্ক জড়িয়ে থাকা কঙ্গনা রানাওয়াত বিজেপির হয়ে উত্তরপ্রদেশে প্রচার করবেন? দিন কয়েক ধরে এই প্রশ্নই ঘোরাফেরা করছিল রাজনৈতিক মহলে। এদিন নিজেই তার উত্তর দিলেন কঙ্গনা। মথুরা ভ্রমণে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৌশলী উত্তর অভিনেত্রীর। বলেন, আমি কোনও দল করি না। যারা জাতীয়তাবাদী, আমি তাদের হয়ে প্রচার করব।

{link}
ফিল্মি ক্যারিয়ারে তাঁর হিট ছবির সংখ্যা খুব কম নয়। পুরস্কারও পেয়েছেন প্রচুর। একাধিকবার পেয়েছেন জাতীয় পুরস্কারও। দেশ-বিদেশে তাঁর ভক্তের সংখ্যাও কম নয়। তবে এসব কিছুকে ছাপিয়ে গিয়েছে সম্প্রতি তাঁর করা কয়েকটি বিতর্কিত মন্তব্য। দিন কয়েক আগে আন্দোলনকারী কৃষকদের খালিস্তানি জঙ্গি বলে কটাক্ষ করেছিলেন তিনি। সেই ঘটনায় বিভিন্ন রাজ্যে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। চণ্ডীগড়ে কৃষকেরা তাঁর গাড়িও ঘেরাও করেন। তারপরেও নিজের বক্তব্যে অনড় অভিনেত্রী। ভুল স্বীকার তো করেননি, উল্টে প্রকাশ্যে সাওয়াল করেছেন মোদি সরকারের হয়ে। বিজেপি বিরোধী যাঁরা তাঁদেরও একাধিকবার আক্রমণ শানাতে দেখা গিয়েছে কঙ্গনাকে। তাঁর নিশানা থেকে বাদ পড়েননি কৃষকরাও। নানা মন্তব্যের জেরে বিতর্কেও জড়িয়েছেন একাধিকবার। তারপরেই প্রশ্ন ছিল, বিজেপির হয়ে তিনি উত্তরপ্রদেশে প্রচারে যাবেন কি না। এদিন সেই প্রশ্নের উত্তর দেন কঙ্গনা। তিনি বলেন, আমি কোনও দল করি না। যারা জাতীয়তাবাদী, আমি তাদের হয়ে প্রচার করব। 

{link}
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কঙ্গনা আসলে বলতে চেয়েছেন তিনি বিজেপির প্রচার করবেন। নতুন বছরের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে বিধানসভা নির্বাচন। ৪০৪ আসনের উত্তরপ্রদেশ বিধানসভা দখলে মরিয়া বিজেপি, কংগ্রেস সহ সব রাজনৈতিক দলই। উত্তরপ্রদেশের ক্ষমতায় রয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনের পর তাঁরাই ক্ষমতায় থাকবেন, এমন কথা হলফ করে বলতে পারছেন না গেরুয়া নেতারাও। তাই কঙ্গনাকে মাঠে নামিয়ে বাজিমাত করার চেষ্টায় পদ্ম শিবির। কিন্তু কথা হচ্ছে সিনেমার মহলে কঙ্গনার খ্যাতি বিপুল হলেও, দেশে বর্তমানে তার ভাবমূর্তি ক্ষয় পেয়েছে অনেকটাই। সেই কারনে তাকে প্রচারে নামালে তার প্রভাব ঠিক কোন দিকে পড়বে তা এখনও নিশ্চিত ভাবে বলতে সক্ষম নন বিজেপি নেতৃত্বরাও। সেই কারনেই তাকে আদৌ প্রচারে দেখা যাবে কি না, সেই বিষয়ে রয়েছে যথেষ্ট সন্দেহ। 
{ads}

news politics entertainment Kangana Ranaut BJP Narendra Modi Uttar Pradesh UP Yogi Adityanath India রাজনীতি সংবাদ

Last Updated :