header banner

তৃণমূলে যোগ দিতে চলেছেন বিখ্যাত বাংলা ধারাবাহিক 'মিঠাই' খ্যাত সৌমিতৃষা?

article banner

তৃণমূলে ফের তারকা প্রার্থীর যোগদান নিয়ে জল্পনা শুরু। জল্পনা শুরু হয়েছে বর্তমানে বাংলা সিরিয়ালের অন্যতম খ্যাতনামা এক চরিত্রকে নিয়ে। শোনা যাচ্ছে এবার নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু। তৃণমূলের তরফে অবশ্য এ কথার সত্যতা স্বীকার করা হয়নি। স্বীকার করেননি অভিনেত্রী নিজেও। তিনি শুধু বলেন, যে মতামতে বিশ্বাস করি, সেই প্রার্থীদের সমর্থনেই প্রচারে এসেছি। অর্থাৎ একেবারে যে সম্ভাবনা নেই সেই কথাও, নাহ! বলা যাচ্ছে না। 

{link}
১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন। এই ভোটে শাসক দলকে জেতাতে ঝাঁপিয়ে পড়েছেন টলিউডের একঝাঁক তারকা। একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তাঁরা প্রচার করছেন জোড়াফুল শিবিরের হয়ে। এঁদের অনেকেই সরাসরি তৃণমূলে যোগ দেন। কেউ কেউ আবার দলে যোগ না দিলেও শুধুই প্রচার করেছেন। টলিউডের একটা অংশ আবার বিজেপিতে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়ে বিজেপি। মোহভঙ্গ হওয়ায় তারকাদের অনেকেই বিজেপি ছেড়ে হাতে তুলে নিয়েছেন জোড়াফুল আঁকা ঝান্ডা। এই দলে অবশ্য মিঠাই পড়েন না। কারণ এতদিন তিনি এড়িয়ে চলছিলেন রাজনীতির ছোঁয়াচ। এবার তিনি যোগ দিতে পারেন তৃণমূলে। অন্তত এমন জল্পনাই ছড়িয়েছে। জল্পনার কারণ এদিন কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জুঁই বিশ্বাস এবং ১০৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন মিঠাই। তিনি বলেন, রাজনীতিতে আলাদা করে যোগ দেওয়ার কিছু নেই। আমি কোনও নেত্রী নই। বা এখনও হইনি। পশ্চিমবঙ্গে থাকি। এবং এই রাজ্যে নির্বাচন চলছে। সেখানে প্রার্থীদের সমর্থনে নিজেদের মতামত বা পছন্দ অনুসারে যাচ্ছেন সকলে। একটা সাধারণ মানুষের মতোই আমি যে মতামতে বিশ্বাসী, সেখানে গিয়েছিলাম। গত ৩৯ সপ্তাহ ধরে রেটিং সার্চে শীর্ষে রয়েছে মিঠাই। সেই জনপ্রিয় ধারাবাহিকের নায়িকা তৃণমূলে যোগ দিলে যে বাড়তি মাইলেজ মিলবে, তা বলাই বাহুল্য। 

{link}
এমনিতেই তৃণমূলের তারকা ভাগ্য বরাবরই খুবই ভালো। দেব থেকে শুরু করে মিমি থেকে নুসরত রয়েছে একের পর এক নাম। তবে কি সেই তালিকায় আরও এক নাম বাড়তে চলেছে? বাড়লে অবশ্য খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে বলে মনে হয় না রাজ্যের অধিকাংশ রাজনীতিবিদদেরই। 
{ads}

news politics entertainment Soumitrisha Kundu TMC Trinamool Congress Mithai TV Serial West Bengal Kolkata India রাজনীতি সংবাদ

Last Updated :