header banner

সঙ্কটজনক অবস্থায় সৌমিত্র, শারীরিক অবস্থার অবনতি

article banner

 সায়নী মণ্ডল

 করোনায় আশঙ্কাজনক অবস্থা ফেলুদার, স্নায়বিক অবস্থার অবনতি হওয়ায় চিন্তিত   মেডিক্যাল বোর্ড।

 প্রায় ১০ দিন ধরে করোনার সাথে লড়াই চালিয়ে চলেছেন তিনি।কলকাতা শহরের একটি নামী বেসরকারি হাসপাতালে ১৬ জন চিকিৎসকের আওতায় চিকিতৎসাধীন রয়েছেন।রবিবার তাঁর শরীরে দুবার প্লাসমা থেরাপি করা হয়েছে, এখন আর প্লাজমা থেরাপি করা হবেনা বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। গত বছরের নভেম্বর মাসে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন আর সেই বিষয়টি ই বেশ চিন্তায় ফেলেছে চিকিৎসকদের।তাঁর ফুসফুসে গুরুতর ভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। প্লাজমা থেরাপির পর বেশ কিছুটা স্থিতিশীল ছিলেন তিনি।সময়ে সময়ে প্রয়োজন মত অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে, বেশকিছু বছর ধরে তিনি প্রস্ট্রেট ক্যান্সারে ভুগছিলেন সেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে তাঁর মতিষ্কে এবং ফুসফুসে, আর সেই বিষয়টিই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটাচ্ছে।গতকাল রাতে তাঁর শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে বর্ষীয়ান অভিনেতাকে,তবে রাতে তিনি কিছুটা ঘুমোতে পেরেছেন বলেই জানা গেছে হাসপাতাল সুত্রে।নতুন করে জ্বরের উপসর্গ দেখা দেওয়ায় চিন্তায় আছে মেডিক্যাল বোর্ড, গত দুদিনে সৌমিত্র বাবুর স্নায়বিক অবস্থার কোনও উন্নতি হয়নি।

 শহরবাসীর এখন একটিই প্রশ্ন, যে করোনা রহস্যের সমাধান কি করতে পারবেন ফেলুদা? তাঁর আরোগ্য কামনায় অধীর আগ্রহে প্রহর গুনছে শুধু রাজ্য নয়, সমগ্র দেশ।

soumitrachatterje bengaliactor bengalitheatre tollywoodindustry sonarkella bosontobilap apursongsar belaseshe sanjhbati Indiancinema kolkata Bangladesh

Last Updated :