header banner

'একদিন দরকার হলে আলুর চপ কিনে পান্তাভাত খাবেন...তাও আপনার ভোটটা দেবেন'

article banner

আজ কোচবিহার উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় কৃষ্ণ বর্মন এবং রবীন্দ্রনাথ ঘোষের সমর্থনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। জনসভার প্রথমেই তিনি বলেন, বিজেপি প্রশ্ন করেছিল বিনয়কে এখানে কেন নিয়ে এসেছি? কারন এখান থেকে যারাই জিতেছে কেউ কাজ করেনি। বিনয় যাতে জিতে কাজ করতে পারে তাই তাকে এখানে নিয়ে এসেছেন তিনি। অন্যদিকে কোচবিহারেরই আর এক কেন্দ্রের প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ প্রসঙ্গে তিনি জনসভা থেকে মন্তব্য করেন, সে অনেক সময় মুখ্যমন্ত্রীর সাথে ঝগড়া করে কিন্তু কোচবিহারের মানুষের জন্য লড়াই টাও করে। কোচবিহারে এই দুই প্রার্থীর জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি, একথা স্পষ্টতই বোঝা গেল তার বক্তব্য থেকে।

{link}


অন্যদিকে আজকের জনসভাতেই তিনি বিজেপির কথা উল্লেখ করে বলেন “এরা একটা কাজ করেনি, আজকে এসেছে বলছে ভোট চাই” এছাড়াও শেষ যে তিন দফায় যে ভোট হয়েছে তাতেও তৃণমূল জিতছে বলে তিনি নিশ্চিত বলে মন্তব্য করেছেন সভামঞ্চ থেকে। কালকের ভোটে বিক্ষিপ্ত অশান্তির কথা উল্লেখ করে তিনি বলেন মেয়েরা যাতে ভোট দিতে না পারে সেই জন্য সেন্ট্রাল ফোর্স এসে দাঁড়িয়ে আছে। মানুষ ভোট দিলে তৃণমূলের কোন ভয় নেই, কিন্তু মা বোনেদের ভোট টাকেই ভয় পাচ্ছে বিজেপি, বলে মন্তব্য করেছেন তিনি। বুথে বুথে মেশিন খারাপ করে রেখে দিচ্ছে যাতে মা বোনেরা ভোট দিতে না পারে বলেও অভিযোগ করেছেন তিনি। মানুষের কাছে আবেদন রেখেছেন পান্তাভাত খেয়ে হলেও ভোট টা দিন। 


{ads}

CM Mamata Banerjee Speech Public Meeting Cooch Behar Election West Bengal Assembly Election 2021 Politics West Bengal India News

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article