header banner

মুর্শিদাবাদের জনসভা থেকে সিপিএম কংগ্রেসকে ঘুনপোকার সাথে তুলনা করে কটাক্ষ দিলীপ ঘোষের

article banner

আগেরবারে আমরা বলেছিলাম চুপচাপ পদ্মে ছাপ, কিন্তু এবার আর চুপচাপ নয় এবার সরাসরি পদ্মে ছাপ বাংলা থেকে টিএমসি সাফ মুর্শিদাবাদের জনসভা থেকে মন্তব্য দিলীপ ঘোষের। টিএমসি ছাড়াও উইপোকা ও ঘুনপোকার সাথে তুলনা করে বাম কংগ্রেসকেও। বলেছেন, ওই যে যে উইপোকা ও ঘুনপোকা রয়েছে সিপিআইএম এবং আর কংগ্রেস ওটাকেও সাফ করতে হবে। মুর্শিদাবাদের জনসভা থেকে কার্যত চাঁচাছোলা ভাষায় আক্রমনে কোন বিপক্ষকেই রেহাই দেননি বিজেপির রাজ্য সভাপতি। 

{link}

এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেও তার পা নিয়ে তিব্র কটাক্ষ করেছেন। তার মতে বর্তমানে রাজ্যে নারী সুরক্ষা নেই, বাংলায় মুখ্যমন্ত্রী এতোদিন যা প্রতিশ্রুতি দিয়েছেন তার সবটাই ঢপ ছিল। তিনি যে বাংলার মানুষকে ঠকিয়েছেন, তা বাংলার মানুষ বুঝে গেছেন তাই তারা পরিবর্তন চাইছেন। 


রাজ্যে চতুর্থ দফার ভোট সম্পূর্ন হওয়ার পর এবারে পঞ্চম দফা ভোটের পালা, এই মুহূর্তে বিজেপির শীর্ষ নেতাদের মতে তারা প্রথম চার দফা নির্বাচনের পরে অনেকটাই এগিয়ে। দিলীপ ঘোষ রাজনীতির মহলে বরাবরই পরিচিত তার চাঁচাছোলা এবং বিতর্কিত বক্তব্যের কারনে। সেই দিলীপ ঘোষেরই কিন্তু রাজ্যে বিজেপির শক্তিশালি হওয়ার পিছনে এক বিরাট অবদানও রয়েছে। এখন বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেয় কিনা সেটাই দেখার বিষয়। 


{ads}

Dilip Ghosh Murshidabad BJP Suti Public Meeting Election West Bengal Assembly Election CPIM Congress TMC Mamata Banerjee News West Bengal India Politics

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article