বাংলায় আজ কার্যত মহাযুদ্ধের ময়দানে সামনা সামনি লড়াই। আজ দ্বিতীয় দফায় মোট ৩০টি বিধানসভা কেন্দ্রে ভোট পশ্চিমবঙ্গে। যার মধ্যে রয়েছে বাঁকুড়ার ৮টি, পশ্চিম মেদিনীপুরের ও পূর্ব মেদিনীপুরের উভয়েরই ৯টি এবং দক্ষিন ২৪ পরগনার ৪টি বিধানসভা কেন্দ্র। সকাল থেকেই শান্তিপূর্ন ভাবে ভোটগ্রহন শুরু হয়েছে সমস্ত কেন্দ্রগুলিতে।
{link}
বর্তমানে বঙ্গের রাজনৈতিক পরিস্থিতির উপর লক্ষ্য রেখে একথা স্পষ্টতই বলা চলে যে আজই কিন্তু একুশের মহারনের মূল লড়াই। লড়াই একুশের বিধানসভা কেন্দ্রের কেন্দ্রীয় আকর্ষন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। একদিকে বিজেপির শুভেন্দু অধিকারী অন্যদিকে মুখ্যমন্ত্রী স্বয়ং, বরাবরই এই দুই প্রার্থীর মধ্যে কে জিততে চলেছে সেই নিয়ে রাজনৈতিক মহলে তরজা বিপুল। কোন দিক থেকেই লড়াইয়ে বাদ দেওয়া যাচ্ছে না সিপিআইএম এর প্রার্থী যুব নেত্রী মীনাক্ষী কেও। যদিও কে জিতবেন তা জানা যাবে ২রা এপ্রিলেই। আজ নন্দীগ্রামের পাশাপাশি ডেবরা তেও ভোট, যেখানে মানুষের সামনে পুলিশের লড়াই।
২৭শে মার্চ আট দফার মধ্যে প্রথম দফার নির্বাচন শান্তিপূর্ন ভাবেই সম্পন্ন হয়েছিল। আজও নিরাপত্তার খাতিরেই নন্দীগ্রামে জারি ১৪৪ ধারা, চলছে নাকা চেকিং। রাজনৈতিক নেতানেত্রী সহ পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশন, সকলেই শান্তিপূর্ন ভোট চান। প্রথম দফার ন্যায় দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ন ভোটই হবে বলে আশাবাদী সকলে।
{ads}