header banner

হাওড়ার ৭টি বিধানসভা কেন্দ্র সহ মোট ৩১ টি আসনে আজ তৃতীয় দফায় ভোট

article banner

প্রথম ও দ্বিতীয় দফার পর আজ বাংলায় তৃতীয় দফার ভোট। ভোট হাওড়া, দক্ষিন ২৪ পরগনা ও হুগলির মোট ৩১টি বিধানসভা কেন্দ্রে। যার মধ্যে দক্ষিন ২৪ পরগনায় ভোট হবে ১৬টি বিধানসভা কেন্দ্রে, হাওড়ার মধ্যে মূলত গ্রামীন এলাকায় মোট ৭টি আসনে এবং হুগলীর ৭টি বিধানসভা কেন্দ্রে। যার মধ্যে উল্লেখযোগ্য কতগুলি কেন্দ্র হল হুগলীর আরামবাগ, তারকেশ্বর হাওড়ায় উলুবেড়িয়া, বাগনান সহ জগৎবল্লভপুর সব কটি কেন্দ্রই গুরুত্বপূর্ন এবং সব কটিতেই কঠিন লড়াই হতে চলেছে। অন্যদিকে দক্ষিন ২৪ পরগনায় বাসন্তি, কুলতলি, রায়দিঘির মতো গুরুত্বপূর্ন কেন্দ্রে আজকে নির্বাচন। 

{link}


উল্লেখ্য বিষয় এই তিন জেলাই তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কিন্তু দলবদলের ফলে চিত্র বদলেছে অনেকটাই। সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে বিজেপি, লড়াইয়ে পিছিয়ে নেই জোটের প্রার্থীরাও। সকাল সকাল ভোটদান পর্ব শুরুও হয়ে গেছে। তবে ভোট সেভাবে পড়েনি এখোনো ব্যালটে। ভোটারদের বুথে আসার সংখ্যা একদিক থেকে এখনও পর্যন্ত বুথে বুথে শতাংশের হারে বেশ কম। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তি ছাড়া শান্তিপূর্ন পরিস্থিতিই বজায় আছে এখনও পর্যন্ত তৃতীয় দফার নির্বাচনের চিত্রে। 

{ads}

 

Election West Bengal Assembly Election 2021 Howrah South 24 Paragana Hooghly TMC BJP News West Bengal India Election Commission ECI

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article