header banner

হাওড়ার ৯টি বিধানসভা কেন্দ্র সহ মোট ৪৪টি বিধানসভা কেন্দ্রে আজ চতুর্থ দফায় নির্বাচন

article banner

প্রথম তিন দফা সম্পূর্ন হয়ে যাওয়ার পর আজ ১০ই এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোট। আজ বাংলায় ভোট মোট ৫টি জেলার ৪৪টি বিধানসভা কেন্দ্রে। ৫টি জেলা হাওড়া, হুগলি, দক্ষিন ২৪ পরগনা আলিপুরদুয়ার ও কোচবিহার। যার মধ্যে হাওড়ার মোট ১৬টি বিধানসভা কেন্দ্রের ৭টি বিধানসভা কেন্দ্রে তৃতীয় দফায় নির্বাচন হয়ে গেছে, আজ ভোট হচ্ছে বাকি ৯টি বিধানসভা কেন্দ্রে। হুগলীর ১৮টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১০টি বিধানসভা কেন্দ্রে আজ ভোট হবে। দক্ষিন ২৪ পরগনার ৩১ টির মধ্যে ভোট হবে ১১টিতে। এবং তার সাথেই আলিপুরদুয়ার এবং কোচবিহারের সবকটি বিধানসভা কেন্দ্রেই অর্থাৎ যথাক্রমে ৫টি ও ৯টি বিধানসভা কেন্দ্রে আজ নির্বাচন। 

{link}


হাওড়াইয় আজ ৯টি বিধানসভা কেন্দ্রে ভোট যথাক্রমে বালি, উত্তর হাওড়া, মধ্য হাওড়া, দক্ষিন হাওড়া, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, ডোমজুড় এবং উলুবেড়িয়া পূর্ব। যার মধ্যে অবশ্যই দুটি গুরুত্বপূর্ন কেন্দ্র ডোমজুড় এবং মধ্য হাওড়া। ডোমজুড়ে লড়াই কল্যান ঘোষ এবং রাজীব ব্যানার্জির অন্যদিকে মধ্য হাওড়ায় অরূপ রায় ও সঞ্জয় সিং। বালিতে সংযুক্ত মোর্চার প্রার্থী দীপ্সিতা ধরের উপরেও অনেকটা ভরসা রয়েছে বামেদের। আজ সকাল থেকেই সমস্ত বিধানসভা কেন্দ্রেই শান্তিপূর্নভাবে ভোটগ্রহন  শুরু হয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্ত অশান্তির খবর এলেও শান্তিপূর্নভাবেই চলছে ভোটগ্রহন পর্ব। 

{ads}
 

Election West Bengal Assembly Election 2021 News Assembly Election Howrah West Bengal News Election West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article