header banner

বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ, কিছু বুথে অশান্ত পরিবেশ জগৎবল্লভপুরে

article banner

ভোটগ্রহন কে কেন্দ্র করে উত্তপ্ত জগতৎবল্লভপুর। বিক্ষিপ্ত ভাবে কয়েকটি বুথে গন্ডোগোলের খবর সামনে এসেছে। অভিযোগ শাষক দলের আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি এজেন্ট দের বুথে বসতে বাধাপ্রদান করে। সেই নিয়েই বচসা বাঁধে ও মারধর করা হয় বিজেপির কর্মীদের পুলিশের সামনেই। একজন বিজেপি কর্মী এবং একজন এজেন্ট আঘাতপ্রাপ্ত হয়েছেন অভিযোগ বিজেপির।

{link} 

উল্লেখ্য বিষয়, হাওড়ায় আজ ভোট মোট ৭টি বিধানসভা কেন্দ্রে। যার মধ্যে অবশ্যই একটি গুরুত্বপূর্ন কেন্দ্র জগৎবল্লভপুর। যেখানে তৃণমূল-কংগ্রেস বেশ শক্তিশালি বলেই মতামত রাজ্যের বেশ কিছু রাজনৈতিক বিশেষজ্ঞের, প্রার্থী সীতানাথ ঘোষ নিজের জেতার ব্যাপারে অনেকটা আশাবাদী। অন্যদিকে অনুপম ঘোষ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে প্রার্থী হয়েছেন। এখন কে জয়লাভ করতে সক্ষ্ম হয়, তাই দেখার অপেক্ষায় রাজ্যের মানুষ। 
{ads}

Jagatballavpur Sitanath Ghosh Anupam Ghosh Polling Agent Election West Bengal Election 2021 3rd Phase Howrah News West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article