header banner

একসময় একটা বিড়ি দিনে তিনবার টানতো- বিজেপি নেতাদের জলপাইগুড়ি থেকে রসিক কটাক্ষ মমতার

article banner

একসময় এইরকম অবস্থা ছিল যে একটা বিড়ি দিনে তিনবার খেতো… আর এখন কতো টাকা, নাম না করে জলপাইগুড়ির মঞ্চ থেকে বিজেপি নেতাদের হাস্যরসিকভাবে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। এছাড়াও বর্তমানে রাজ্যে করোনা পরিস্থিতির জন্যেও বিজেপি সরকারকে দায়ী করেছেন তিনি। তিনি বলেন ভোট প্রচারের জন্য বিজেপি রাজ্যে বাইরে থেকে লোক নিয়ে আসছে আর সেখান থেকেই করোনা বাড়ছে রাজ্যে। এর পাশাপাশি তিনি বলেন এক বছর কেটে যাওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী বা অমিত শাহ কোভিডের জন্য কিচ্ছু করে উঠতে পারেননি। কোভিডের সময় না এলেও এখন বাইরে থেকে লোক নিয়ে এসে তারা কোভিড বাড়িয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে বলেও মুখ্যমন্ত্রীর মতামত। 

{link}


বেশ কিছুদিন পরে এইরকম রসিক বক্তৃতার সাক্ষি থাকল রাজ্যবাসী। কৌতুকের সুরে কটাক্ষ করেও যে বক্তৃতা হয় তা মুখ্যমন্ত্রী এদিন আবার দেখিয়ে দিলেন। বঙ্গ রাজনীতিতে এখন বাগযুদ্ধে কু-শব্দ প্রয়োগের কারনে রাজ্যের মানুষ প্রায় বিরক্ত হয়ে উঠেছে। ভাষার শালীনতাও যেন হ্রাস পেয়েছে কোথাও গিয়ে। রাজনীতিতে লড়াইয়ের সাথে সৌহার্দ্য বজায় থাকুক এটাই তো সবাই চায়। 
 

{ads}

Mamata Banerjee Funny Speech Funny Politics Narendra Modi Amit Shah Japaiguri TMC BJP North Bengal West Bengal News India Election West Bengal Assembly Elections 2021 Election

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article