header banner

হাওড়ার জনসভায় দিদির মুখে 'নবান্ন'-র কথা

article banner

আজ হাওড়ায় একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় তিনি ছাড়াও হাওড়ার তৃণমূলের প্রায় সমস্ত প্রার্থীই উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়, ডোমজুড় কেন্দ্রের প্রার্থী কল্যাণ ঘোষ, দক্ষিন হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী নন্দিতা চৌধুরী সহ শিবপুর কেন্দ্রের প্রার্থী মনোজ তিওয়ারি ও আরও অনেকে।

{link}


হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে হওয়া এই সভাটিতে মুখ্যমন্ত্রীর বক্তৃতায় উল্লেখযোগ্য ভাবে উঠে আসে ‘নবান্ন’-এর কথা। এছাড়াও বিপুল জনসমাগমের মধ্যে তিনি তার সকল প্রার্থীদের হাওড়াতে জেতানোর কথাও অনুরোধ করেন। হাওড়া বাস্তবিক ভাবেই এখন রাজনৈতিক ক্ষেত্রে একটি বৃহৎ গুরুত্ব বহন করে। তাই কোন পক্ষই এখানে পরাজয় স্বীকার করতে ইচ্ছুক হবে না। তবুও সাংগঠনিক শক্তির দিক থেকে গঙ্গাপারে এগিয়ে রয়েছে বিজেপি বলেই মনে করছেন অনেকে। এখন মোট ১৬টি বিধানসভা কেন্দ্রে কটি আসনে কি ফুল ফোঁটে তাই দেখার বিষয়। 


{ads}

Mamata Banerjee TMC Howrah Dumurjala Stadium Public Meeting Trinamool Congress Election West Bengal Assembly Election News Politics West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article