header banner

সাঁকরাইলে বিজেপি প্রার্থীর প্রচারে মিঠুন চক্রবর্তী

article banner

বুধবার সাঁকরাইল থানার অন্তর্গত রঘুদেববাটি অঞ্চলে রোড শো করলেন ব্রিগেডের ময়দানে বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তি। একুশের বিধানসভা নির্বাচনের সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিজপি প্রার্থী প্রভাকর পন্ডিতের সমর্থনে আয়োজিত হয়েছিল এই পথসভা। হাওড়ার এই কার্যত গ্রামীন অঞ্চলে রাস্তার ধারে সারি সারি মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন একবার বাংলা সহ ভারতীয় চলচিত্রের এই অন্যতম উপরিচিত নায়ককে দেখার জন্য। 

{link}


উল্লেখ্য বিষয় এর আগে সিপিআইএম এবং রাজ্যের শাসক শিবির তৃণমূলের হয়েও স্বতস্ফূর্তভাবে প্রচারে অংশগ্রহন করতে দেখা গেছে অভিনেতা মিঠুন চক্রবর্তিকে। একুশের নির্বাচনের পূর্বে বিজেপির ব্রিগেডের জনসভায় বিজেপিতে যোগদান করেছিলেন তিনি। তারপর থেকেই বিভিন্ন বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচারে অংশগ্রহন করতে দেখা গেছে মহাগুরুকে। এর পূর্বেই একুশের নির্বাচনের হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামেও জনজোয়ারের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারীর সাথে একই কনভয়ে রোড শো করতে দেখ গেছে তাকে। বেশ কিছু রাজনীতিবিদদের মতে এই মুহুর্তে একুশের নির্বাচনে তারকাদের হাত ধরে কিছুটা হলেও রাজ্যর মানুষের ভোট লাভ করতে চাইছে পদ্মের শিবির। এখন তার এই রাস্তা ধরেই ২রা এপ্রিল জয়ের স্বাদ লাভ করে উঠতে পারে কি না তাই দেখার বিষয়।

{ads}

Mithun Chakrabroty BJP News Election Sankrail Howrah Election West Bengal Assembly Elections News West Bengal India

Last Updated :

Related Article

Latest Article