header banner

'এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়'-কাঁথির সভামঞ্চ থেকে হুঙ্কার মোদীর

article banner

আজ মেদিনীপুরের কাঁথির জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু বক্তব্য নয়, এককথায় যাকে বলে দাপুটে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এদিনের বক্তব্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বহিরাগত তকমার বিরুদ্ধে প্রতিবাদের। প্রধানমন্ত্রী বলেন, এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা। এই বাংলায় কেউ বহিরাগত নয়। সবাই ভারত মাতার সন্তান। এছাড়াও কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের বিষয় টেনে এনে মঞ্চ থেকে রাজ্য সরকারকে বাক্যবানে তুলোধোনা করেছেন প্রধানমন্ত্রী।

{link}


উল্লেখ্য বিষয় বিধানসভা ভোটের কিছুটা পূর্বে তৃণমূল স্লোগান দেয়, বাংলা বাংলার লোকেই শাসন করবে কোন বহিরাগত নয়। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ কাঁথির জনসভা থেকে গর্জে উঠেছেন নরেন্দ্র মোদী। যদিও মুখ্যমন্ত্রী তার বহিরাগত তত্ত্বে অনড় মুখ্যমন্ত্রী। আজও প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে তিনি বলেছেন যারা বাংলার বাসিন্দা নয় তারাই বহিরাগত। সামনা সামনি না হলেও বাগযুদ্ধ কিন্তু চরম পর্যায়ে।

{ads} 
 

Narendra Modi BJP Kanthi Public meeting Narendra Modi Speech West Bengal Assembly Election Midnapur West Bengal India

Last Updated :

Related Article

Latest Article