header banner

গঙ্গাপারের পদ্ম প্রস্ফুটনের লড়াই

article banner

চতুর্থ দফায় আগামী ১০ই এপ্রিল ভোট হবে হাওড়া জেলার ৯টি বিধানসভায়। এর মধ্যে বেশ কয়েকটি বিধানসভায় কার্যত প্রেস্টিজের লড়াই। এর মধ্যে অন্যতম ডোমজুড় বিধানসভা কেন্দ্র। মধ্য হাওড়া, শিবপুর, বালি, উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রগুলিতে গনতান্ত্রিক উপায়ে জেতার আপ্রান চেষ্টা করছে বিজেপি। কেন্দ্রীয় স্তরের নেতা থেকে শুরু করে রাজ্য স্তরের প্রথম সারির নেতাদের প্রতিদিন মিটিং পদযাত্রা করতে দেখা যাচ্ছে হাওড়ার বুকে। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে সভা করবেন। শুধু হাওড়া জেলা নয়, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার জন্য রাজ্য জুড়েই চলছে বিজেপির হাইভোল্টেজ প্রচার। 

{link}


আজ দুপুরে হাওড়ার শিবপুরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তির সমর্থনে বিজেপির রাজ্য সভাপতি এক রোড শো করেন। বাস্তবিকে ভাবে এভাবে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতাদের হাওড়ার মাটিতে এর আগে প্রচার করতে দেখেনি হাওড়ার মানুষ। শেষ কয়েকদিনে মিঠুন চক্রবর্তি থেকে শুরু করে যোগী আদিত্যনাথ সহ স্মৃতি ইরানি সকলকেই হাওড়ায় প্রচার করতে দেখা গেছে। অমিত শাহ কেও দেখা গেছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, গতকাল প্রধানমন্ত্রীও আসছেন। শেষ পর্যন্ত বিজেপির গঙ্গাপারের শিল্পনগরী জয়ের এই স্বপ্ন সফল হয়ে ওঠে কি না তাই দেখা যাবে ২রা এপ্রিলে। 
{ads}

Narendra Modi Dilip Ghosh Amit Shah Election West Bengal Assembly Election 2021 Howrah News West Bengal India

Last Updated :

Related Article

Latest Article