header banner

সকালে দিলীপ, রাতে শুভেন্দু, কাল আসছেন প্রধানমন্ত্রী, হাওড়ায় জয়ের লক্ষ্যে মরিয়া বিজেপি

article banner

এককথায় যাকে বলে কোমর বেঁধে লড়াইয়ে নামা। আগামী ১০ই এপ্রিল চতুর্থ দফায় ভোট হাওড়ায় মোট ৯টি বিধানসভা কেন্দ্রে। তার পূর্বে কার্যত সেই সব কটি বিধানসভা কেন্দ্রে প্রচারে হাওড়ায় গেরুয়া ঝড় বিজেপির। প্রচারে আসছেন একাধিক কেন্দ্রীয় ও রাজ্যস্তরের নেতা। সোমবার সকালে হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডঃ রথীন চক্রবর্তির প্রচারে এসেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই একই দিনে সন্ধ্যায় মধ্য হাওড়া বিধানসভা প্রার্থী সঞ্জয় সিং-এর প্রচারে রোড শো যুব নেতা শুভেন্দু অধিকারীর।

{link}


সাধারনভাবে একথা স্পষ্ট, যে নবান্ন দখলের লড়াইয়ে প্রচারের ময়দানে নবান্ন যে জেলায় অবস্তিত তার এক ইঞ্চিও জমি ছাড়তে চাইছে না গেরুয়া শিবির। শেষ বেলায় ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে আগামীকাল হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী স্বয়ং। সব মিলিয়ে ১০ তারিখের ভোটের ব্যালটে ভোট প্রাপ্তি ঘটাতে নিজেদের সর্বস্ব প্রয়োগ করছে গেরুয়া শিবির। এখন ভোটের ব্যালটে ভোট পড়ে ২ তারিখ সফল্যতায় বাংলার আকাশে গেরুয়া আবির ওড়ে কি না, তাই দেখার অপেক্ষায় রাজ্যের মানুষ।

{ads}

Narendra Modi Suvendu Adhikari Dilip Ghosh Election West Bengal Assembly Election 2021 Howrah West Bengal Politics News Article

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article