header banner

সাতসকালে শুভ কাজ সম্পন্ন !

article banner

প্রতিপক্ষ স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একসময় ছিলেন বিধায়ক, আর আজ তিনি বিজেপির ভোট পদপ্রার্থী। এবারে কার্যত তিনি বিজেপির রাজ্যে কেন্দ্রীয় মুখগুলির মধ্যে অন্যতম। সেই শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম সহ বঙ্গের নির্বাচনের হাইভোল্টেজ প্রার্থী আজ দ্বিতীয় দফায় নন্দীগ্রামে নিজের ভোটদান পর্বটা সকাল সকালই সেরে ফেললেন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা নাগাৎ তিনি নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দনায়েকবাড়ের ৭৬ নম্বর বুথে গিয়ে ভোট দিয়ে আসেন।

{link}


এখন কার্যত পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের সমস্ত মানুষের নজর নন্দীগ্রামের উপর। সাথে সাথে নজর রয়েছে অবশ্যই শুভেন্দু অধিকারীর উপরেও। নন্দীগ্রামের ভূমিপুত্র হিসেবেই ভোটের ময়দানে তাকে তুলে ধরেছে বিজেপির শিবির। এখন ভূমিপুত্র বঙ্গের দিদি কে পরাজিত করতে সক্ষম হয়ে ওঠেন কি না তাই দেখার বিষয়। আজ তিনি ভোটগ্রহন কেন্দ্রে প্রবেশ করতেই ‘জয় শ্রীরাম’ স্লোগান শোনা যায় উপস্থিত সমর্থকদের মধ্যে থেকে। লোক সমাগমও হয় বিপুল। এখন বাদ-বাকিটা ফল ঘোষনার দিনেই জানা যাবে। 

{ads}


 

Suvendu Adhikari BJP Nandigram TMC Mamata Banerjee Election West Bengal Assembly Election 2021 News Politics West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article