header banner

পাহাড় জয়ের লড়াই

article banner

সকাল সকাল উত্তরবঙ্গে প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সেই মুখ্যমন্ত্রীকে দেখা গেল একটু অন্যভাবে। জলপাইগুড়ির শহীদ জওয়ান জগন্নাথের পরিবারের সাথে মঞ্চেই সাক্ষাৎ করেন তিনি, কথা বলেন তার স্ত্রীর সাথেও। তারপরেই মঞ্চ থেকে দাপুটে কণ্ঠস্বরে তিনি বলে ওঠেন, বাংলায় এনআরসি সিএএ করতে তিনি দেবেন না। আজ মঞ্চ থেকে ফের কটাক্ষ করেন অমিত শাহকে, তিনি বলেন আমি চা পছন্দ করি, আমি চা খাই, চা তৈরিও করি আমি অমিত শাহ নই যে জলপাইগুড়িতে একটা কথা বলব আর দার্জিলিং-এ আর একটা কথা বলব। এছাড়া নরেন্দ্র মোদী আর অমিত শাহ কে মিথ্যাবাদী বলেও কটাক্ষ করেছেন তিনি। 

{link}


শেষ ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের একাধিক চরাই উতরাই পথ তরতরিয়ে বিজেপি। যা কার্যত ঘুম উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে হারানো জমি পুনঃউদ্ধারে নামবে তৃণমূল সেবিষয়ে কোন সন্দেহ নেই। অন্যদিকে বিজেপিও রাজনৈতিক জমি ধরে রাখার লড়াইও চালাবে সমানে সমানে। শেষ পর্যন্ত ২০২১-এর বিধানসভা নির্বাচনে কে নির্বাচনী পাহাড় টপকাতে সক্ষম হয়, তাই দেখার বিষয়।

{ads} 
 

TMC BJP News North Bengal Mamata Banerjee Amit Shah West Bengal Assembly Election 2021 Election Bengali News News Today News West Bengal India

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article