header banner

Kolkata: পথ দুর্ঘটনায় স্কুল পরুয়া সহ আহত ৩ জন

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : পুলিশ সূত্রে খবর সল্টলেক লাগোয়া বেসরকারি স্কুলের পড়ুয়াদেরকে নিয়ে বাড়ি ফিরছিলেন অভিভাবক।সেই সময় সটলেক ২ নম্বর গেট থেকে ২১৫ এ রূটের দুটি বাস রেষারেষি করছিল,এই সময় ঘটে এই দুর্ঘটনাটি।

{link}

জানা গিয়েছে সেই সময় ওই দুটি বাস রেষারেষি করতে গিয়ে স্কুটিকে ধাক্কা মারে ফলে গুরুতর আহত হন তারা। তাদেরকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে উল্টোডাঙ্গা অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে।

{link]

সেখানে এক পড়ুয়ার অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে রেফার করা হয়েছে অন্যত্র।

{ads}

news breaking news salt lake get number 2 bus accident সংবাদ

Last Updated :