শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : 'প্রেম' যে কোনো বাঁধন মানে না তা আমরা জানি। তবুও 'সভ্যতা' বলেও একটা শব্দ আছে। কিছু প্রেমিক যুগল আছে যারা সভ্যতা শব্দটাকে অস্বীকার করতে চায়। আর তারই প্রকাশ ঘটলো কালীঘাট মেট্রো (Kalighat Metro) স্টেশনে। পাতালরেলের স্টেশন তো কী? চারপাশ কিছুটা শুনশান থাকলেও দু-একজন যাত্রী তো আছেনই। তাতে কী? প্রেমে ডুবে যেতে তো আর কোনও পরিবেশ লাগে না। তাই কোনওকিছুর পরোয়া না করে ‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড’ গড়লেন তাঁরা।
{link}
খাস কলকাতার মেট্রো স্টেশনে গভীর চুম্বনরত যুগলের সেই ভিডিও নিমেষে ভাইরাল। যে ভিডিওটি সকলের টাইমলাইনে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে কালীঘাট স্টেশন। আশেপাশে গুটি কয়েক যাত্রী। তাঁদের উপস্থিতি হেলায় উপেক্ষা করে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে প্রেমে মগ্ন…। চারপাশে যেন প্রেমের মরশুম। মানুষ তাকিয়ে দেখছেন, পাশ কাটিয়ে ছেলেও যাচ্ছেন। কিন্তু ডোন্ট কেয়ার। তারা উপভোগ করে চলেছেণ চুম্বন রস।
{link}
চুম্বনরত তরুণ-তরুণীর উদ্দেশেও হয়ত কিছু বললেন। তবে সেকথা তাঁদের কর্ণকুহরে প্রবেশের কোনও অবকাশই নেই যে! তাঁরা তো ডুবে রয়েছেন একে অপরের অধর-ওষ্ঠে। জনসমক্ষে এমন দৃশ্য দেখে তথাকথিত প্রাচীনপন্থীদের আপত্তি তো হবেই। বিশেষত ‘মেট্রো দাদু’দের। যাঁরা কি না নারী-পুরুষকে পরস্পরকে কাছাকাছি দেখলেই অশ্লীলতা মনে করেন। ফলে চুম্বনরত যুগল তাঁদের কাছে একেবারেই ‘অসভ্য’! কিন্তু নবীনের দল এদৃশ্য চাক্ষুষ করে বেশ খুশি।
{ads}