header banner

R.G.Kar news: জুনিয়র ডাক্তারদের একটি নতুন সংগঠনের জন্ম হয় (WBJDA)

article banner

 শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আর জি কর কান্ড নিয়ে উদ্বেলিত সারা দেশ। ৭০ দিনের বেশি হয়ে গেলো জুনিয়র ডাক্তারদের আন্দোলন। ঠিক এই পরিস্থিতিতে সেই জুনিয়র ডাক্তারদের একটি নতুন সংগঠনের জন্ম হয়, যার নাম দেওয়া হয়েছে 'ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন'। তারা এবার মুখ্য সচিবকে কয়েকদফা দাবি সহ একটি চিঠি লেখেন। চিঠির কপি স্বাস্থ্য সচিব,স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও পাঠানো হয়েছে।

{link} 

  তাদের অন্যতম দাবি -
১) আর জি করের চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনায় চার্জশিটে যার বা যাদের নাম আছে, তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।
২) প্রকৃত দোষীকে ফাঁসি দেওয়া হোক।
৩) আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট-এর যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রকাশ্যে এসেছে,তার সঠিক তদন্ত করা হোক।
৪) অবিলম্বে বিভিন্ন মেডিক্যাল কলেজে যাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা প্রত্যাহার করা হোক, কারণ তা সম্পূর্ণ একতরফা।
৫) অতীতে বিভিন্ন মেডিক্যাল কলেজে যে সব থ্রেট কালচারের অভিযোগ উঠেছে,যেমন, রামপুরহাট মেডিক্যাল কলেজের ছাত্রীর মৃত্যুর ঘটনা - আবার নতুন করে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক।

{link}
৬) রাজ্য সরকারের সব স্বাস্থ্য সংক্রান্ত কমিটি ও টাস্ক ফোর্সের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যদের অন্তর্ভুক্ত করা হোক।
৭) নতুন এই সংগঠনকে আরজি কর হোস্টেলে অফিসের জন্য ঘর দেওয়া হোক।
৮) শুধুমাত্র বয়স বা সিনিয়রিটির দিক থেকে নয় বরং যোগ্যতার মাপকাঠিতে স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদে নিয়োগ করা হোক।

  এমন বহু দাবি সম্বলিত চিঠি দেওয়া হয়েছে সরকারকে। এখন প্রশ্ন উঠেছে, হঠাৎ করে আবার একটা নতুন সংগঠনের প্রয়োজন কেন হলো। অনেকেই মনে করছেন যে, এই নতুন সংগঠনটি শাসকদল প্রভাবিত।

{ads}

news breaking news R.G Kar news junior doctor Rape case protest West Bengal Kolkata national medical college সংবাদ

Last Updated :