শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাম সরকারের আমলেই তৈরী হয়েছিল কলকাতার ঐতিহ্যবাহী সমস্ত পুরোনো বাড়ির হেরিটেজ বিল্ডিং। যদিও তা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। এবার তা নতুন করে তৈরীর উদ্যোগ নিয়েছে কলকাতা পৌরসভা (Kolkata Municipal Corporation)। দীর্ঘদিন ধরে হেরিটেজের তালিকা পুনর্মূল্যায়ন না-হওয়ায় বাম আমলে তৈরি তালিকায় ত্রুটি থাকলেও সেই সমস্যা নিয়ে চলতে হচ্ছে । তবে এবার নতুনভাবে ঝেড়ে বেছে নেওয়া হবে শহরের ঐতিহ্যবাহী স্থাপত্যের তালিকা ।
{link}
সূত্রের খবর, নয়া তালিকা প্রস্তুতের জন্য কলকাতা কর্পোরেশনের তরফে শিবপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইআইইএসটি) বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া ৷ মূলত, তিনটি বিভাগে ভাগ করে ঐতিহ্য়বাহী স্থাপত্যের গুরুত্ব বিচার করে গ্রেড তৈরি করা হবে। কাঠামোগত ঐতিহ্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং পরিবেশগত ঐতিহ্য- তালিকা তৈরিতে এই তিনটি বিষয়ের উপর অধিক গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে ।
{link}
এই প্রসঙ্গে কলকাতা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "সঠিক প্রক্রিয়ায় হেরিটেজের তালিকা প্রস্তুতের জন্য রাজ্যের বিশেষ তিন প্রতিষ্ঠান- আইআইইএসটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং আইআইটি খড়গপুরের সহায়তা নেওয়া হচ্ছে ৷" এই প্রসঙ্গে পুরনিগমের এক কর্তা জানান, গ্রেড পুনর্মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলে 10 নম্বর প্রাপ্ত ভবন বা স্থাপত্য়গুলিকে গ্রেড-1-এর আওতায় নিয়ে আসা হবে । এরপর নম্বরের ভিত্তিতে গ্রেড-2এ, 2বি এবং গ্রেড -3 দেওয়া হবে । এই মূল্যায়নের ফলে নয়া তালিকা থেকে বেশকিছু ভবন সংযোজন এবং বিয়োজনও হতে পারে বলে জানান পুরনিগমের ওই কর্তা ৷
{ads}