header banner

Golf Green : আবর্জনার মধ্যে থেকে উঁকি মারছে কাটা মুণ্ড

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কলকাতা কি মানবিকতাকে সম্পূর্ণ বিসর্জন দিয়েছে? প্রশ্ন তুলেছেন নাগরিক মহল। গত কয়েক মাসে কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী অঞ্চলে বেশ কয়েকজন মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। আর এবার সমস্ত নৃশংসতাকে ছাড়িয়ে গেলো গল্ফগ্রিন (Golf Green)। শুক্রবার সকালে যে দৃশ্য দেখা গেল, তা শিউরে ওঠার মতো।

{link}

খাস কলকাতায় রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার মধ্যে থেকে উঁকি মারছে একটি কাটা মুণ্ড। দেখে বুঝতে অসুবিধা হয়নি যে এটি কোনও মহিলার মাথা। কোথা থেকে এই ভ্যাটে কাটা মাথা এলে পৌঁছল, তা এখনও স্পষ্ট নয়। এমন ঘটনায় স্তম্ভিত সাধারণ মানুষ। শুক্রবার সকালে একটি বহুতলের পিছনে থাকা ভ্যাটে ওই কাটা মুণ্ড দেখতে পান এলাকার বাসিন্দারা।

{link}

তাঁরাই পুলিশকে খবর দেন। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, ঘটনাস্থলে রয়েছেন ডিসি এসএসডি বিদিশা কলিতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা প্যাকেটে মোড়া ছিল ওই কাটা মাথা। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। জনবহুল একটি জায়গা হওয়া সত্ত্বেও কে বা কারা ওই কাটা মাথা ফেলে গেল, তা বুঝে উঠতে পারছে না পুলিশ। পুলিশ সমস্ত সিসি ক্যামেরা খতিয়ে দেখছে।

{ads}

News Breaking News Kolkata Golf Green সংবাদ

Last Updated :